১০ মে আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইশতেহার প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda). বিজেপির তরফে নাড্ডা বলেছেন যে আমরা আগের মতো আবারও প্রতিশ্রুতি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দলের সভাপতি নাড্ডা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই সহ অনেক সিনিয়র নেতা। বিজেপি এটিকে প্রজা প্রাণলিকে বা জনগণের ইশতেহার বলে অভিহিত করেছে।

কি কি উল্লেখযোগ্য ঘোষণা করা হয়েছে ইশতেহারে। তা দেখে নেব এক ঝলকে-

  • সরকার গঠিত হলে কর্ণাটকে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে।
  • রাজ্যের প্রতিটি ওয়ার্ডে গড়ে উঠবে অটল আহার কেন্দ্র।
  • বিপিএল পরিবারকে বিনামূল্যে তিনটি সিলিন্ডার দেওয়া হবে
  • বিপিএল পরিবারকে প্রতিদিন আধা লিটার নন্দিনী দুধ
  • ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুদ নেওয়া হবে না
  • বীজের জন্য কৃষকদের দশ হাজার দেবে বিজেপি সরকার
  • দরিদ্র পরিবারকে ৫ কেজি চাল ও ৫ কেজি মোটা শস্য

 

 ইশতেহার প্রকাশ করে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন-

আমাদের ইশতেহার কংগ্রেসের ইশতেহারের থেকে আলাদা যা গ্যারান্টির কথা বলে, যা ইতিমধ্যেই যার ওয়ারেন্টির মেয়াদ ফুরিয়েছে। আমাদের ইশতেহারে একটি বাস্তবসম্মত ও  অর্জনযোগ্য প্রতিশ্রুতি রয়েছে যা কর্ণাটকের যুবক, কৃষক, মহিলা, শ্রমিক, মধ্যবিত্ত, এসসি/এসটি এবং সমাজের সমস্ত অংশের আকাঙ্খা পূরণ করবে।

দেখুন ইশতেহার প্রকাশের ভিডিও-