রায়পুর: রাখি পূর্ণিমার দিন (Raksha Bandhan) ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গায় যখন দিদি বা বোনেদের থেকে রাখি পরে তাঁদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয় তখন ছত্তিশগড়ে (Chhattisgarh) গণধর্ষণের (gang-rape) শিকার হল দুই বোন। এখনও পর্যন্ত পাশবিক এই ঘটনার জেরে এক বিজেপি নেতার ছেলে (BJP leader's son)-সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের (Raipur) একটি জায়গায় রাখি বন্ধন উৎসব পালন করে খুড়তুতো ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল দুই বোন (sisters)। তারা যখন আরআইএমএস মেডিকেল কলেজের (RIMS Medical College) কাছ দিয়ে যাচ্ছিল তখন তাদের রাস্তা আটকায় আট থেকে ৯ জন দুষ্কৃতী। তারপর ছেলেটিকে বেধড়ক মারধর করে দুই বোনকে গণধর্ষণ করে। পরে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের হলে স্থানীয় এক বিজেপি নেতার ছেলে-সহ ১০ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে বেশির ভাগের নামে আগেও বিভিন্ন অপরাধের (criminal activities) কারণে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। আর এই পাশবিক ঘটনার অন্যতম মূল অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মী নারায়ন সিংয়ের (BJP leader Laxmi Narayan Singh) ছেলে পুনম ঠাকুর (Poonam Thakur) গত অগাস্ট মাসেই জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিল। আরও পড়ুন: ISRO : আদিত্য এল ১ এর সফল মিশনে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর