President Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী কে? মতামত জানতে মমতা, মল্লিকার্জুন ও অখিলেশের সঙ্গে কথা রাজনাথ সিংয়ের
Rajnath Singh (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৫ জুন: রাষ্ট্রপতি নির্বাচনের (President Election 2022) প্রার্থী করা বিষয়ে তাঁদের মতামত জানতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মল্লিকার্জুন খার্গে (Mallikarjun Kharge) এবং অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং (Rajnath Singh)। যদি প্রয়োজন হয়, তবে আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ২১ জুলাই। ভোটের জন্য প্রায় ১০.৮৬ লক্ষ ইলেকটোরাল কলেজে রয়েছে। মোট ইলেকটোরাল কলেজের অর্ধেকের কিছু কম বিজেপি এবং তার জোটের অংশীদারদর রয়েছে।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা (JP Nadda) এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে (Rajnath Singh) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে পরামর্শ করার দায়িত্ব দিয়েছে বিজেপি। দায়িত্ব পেয়ে আজ থেকেই মাঠে নেমেছেন রাজনাথ সিং। জানা গিয়েছে, রাজনাথ আজ প্রথমে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশের সঙ্গে কথা হয় তাঁর। আরও পড়ুন: Opposition Meet: রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত একজনকেই প্রার্থী করার সিদ্ধান্ত বিরোধীদের

এদিকে আজ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ও রণকৌশল ঠিক করতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দেয় ১৭টি বিরোধী দলের প্রতিনিধিরা। টিআরএস, আপ, অকালি দল-সহ পাঁচ দল যোগ দেয়নি। মোট ২২টি বিরোধী দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত একজনকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেনবিরোধী দলের নেতারা। এই বিষয়ে একটি প্রস্তাবনা পাস হয়েছে।