
BJP Leader Obscene Video on Raod: রাতের অন্ধকারে হাইওয়ের ধারে তরুণীর সঙ্গে উদ্দাম যৌনতায় মেতেছিলেন বিজেপি নেতা মনোহর লাল ধাকাড় (Manoharlal Dhakad)। হাইওয়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই অশ্লীল ভিডিও। সিসিটিভি ফুটেজের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। রবিবার বিকেলে মনোহর লালকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
দিল্লি-মুম্বই ৮ লেন এক্সপ্রেসওয়েতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মন্দসৌরের বিজেরপি নেতা মনোহর লাল ধাকাড়ের সঙ্গে এক মহিলার আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, গত ১৯ মে ওই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে (Delhi-Mumbai Expressway) একটি সাদা গাড়ি থেকে বেরিয়ে আসেন বিজেপি নেতা মনোহর লাল এবং এক তরুণী। হাইওয়ের ধারেই শরীরের উদ্দীপনা মেটালেন দুজন। বিভিন্ন পজিশনে যৌন মিলন করেন তাঁরা। রাস্তার ধারে উদ্দাম যৌনতার পরিণতি জেলের হাওয়া।
জানা যাচ্ছে, ধাকাড়ের স্ত্রী মন্দসৌরের বানি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জেলা পঞ্চায়েত সদস্য। স্বামীর কীর্তি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। এদিকে বিতর্কিত এই ঘটনার জেরে ধাকাড় মহাসভা যুব সমিতির জাতীয় সাধারণ সম্পাদক পদ থেকে মনোহর লালকে সরানো হয়েছে।