Saugata Roy (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৯ অগাস্ট:  ইডি (ED), সিবিআই (CBI), বিজেপির দুই হাত। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশির খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদ বলেন, সিবিআই এবং ইডির তল্লাশি চালিয়ে বিরোধীদের বাগে আনতে চাইছে বিজেপি। বাংলা এবং মহারাষ্ট্রে একই কাজ করছে বিজেপি। সত্যেন্দ্র জৈনের বাড়িতেও সেই একই ঘটনা ঘটে। বিরেধীদের হাতের মুঠোয় ভরতে বিজেপি (BJP) যেভাবে ইডি এবং সিবিআইকে দিয়ে তল্লাশি চালাচ্ছে, তাতে কোথাও কিছু উদ্ধার হবে না বলে মন্তব্য করেন সৌগত রায় (Saugata Roy)।

 

শুক্রবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা বাড়িতে পৌঁছতেই ট্যুইট করেন মণীশ সিসোদিয়া। সিবিআইকে তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। তাঁর বাড়ি থেকে কিছু উদ্ধার করা যাবে না বলেও মন্তব্য করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। এরপর অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই।