প্রতীকী ছবি (Photo Credits: IANS)

দলবিরোধী কাজের জন্য কর্ণাটকের দুই বিধায়ককে বহিষ্কার করল বিজেপি (BJP)। ইয়েল্লাপুরের বিধায়ক আরাবেল শিবরাম হেব্বার ( A Shivaram Hebbar) ও যশবন্তপুরের বিধায়ক এসটি সোমশেখর (S T Somashekar)-কে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করে বিদ্রোহীদের বার্তা দিল পদ্মশিবির। এই প্রভাবশালী বিজেপি বিধায়ক দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ছেলে বি.ওয়াই বিজেন্দ্র এখন কর্ণাটক বিজেপির সভাপতি। মূলত রাজ্য সভাপতি ও দিল্লি নেতৃত্ব ঘনিষ্ঠ নেতাদের তোপ দেগে শিবরাম ও সোমশেখর প্রকাশ্যে বলেছিলেন, কর্ণাটকে বিজেপি নিজেদের ক্রমশ ধ্বংসের পথে নিয়ে চলেছে। বিজেপির রাজ্যস্তরের নেতাদের অভিযোগ ছিল, তলে তলে কংগ্রেসে যোগদানের দিকেই পা বাড়িয়েই শিবরাম ও সোমশেখররা এমন কথা বলেছিলেন। যদিও এই দুই বহিষ্কৃত বিজেপি বিধায়কই নয়, কর্ণাটক বিজেপি বিদ্রোহীর সংখ্য়া প্রচুর। গত বছর লোকসভা নির্বাচনে কর্ণাটকে ২৫-টির মধ্যে ১৭টি-তে জিতে মুখরক্ষা হয়েছিল বিজেপির। তবে তারপর থেকে দক্ষিণের কংগ্রেস শাসিত এই রাজ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ক্রমশ গৃহযুদ্ধে পরিণত হয়েছে। মাঝেমাঝেই কর্ণাটকের বিজেপি নেতারা এক অপরকে তোপ দাগেন।

দুই বিধায়কই একটা সময় কংগ্রেসে ছিলেন, তারপর বিজেপিতে এসেছিলেন

এসটি সোমশেখর ও আরাবেল শিবরাম হেব্বার- দুই একটা সময় কংগ্রেসের বিধায়ক ছিলেন, এরপর তাঁরা বিজেপিতে যোগ দিয়ে ভোটে দাঁড়িয়ে জেতেন। সোমশেখর ও শিবরাম আবার তাঁদের পুরনো দলে ফিরে গেলে অবাক হওয়ার থাকবে না। আরও পড়ুন-'অপারেশন সিঁদূরে যা হয়েছে ক্যামেরার সামনে, আর কেউ যুদ্ধ যুদ্ধ খেলতে আসবে না', পাকিস্তানকে মারের কথা মনে করালেন মোদী

কর্ণাটকে দুই বিধায়ককে বহিষ্কার বিজেপির

কর্ণাটকে বিজেপির বিধায়ক সংখ্যা ৬৪-তে নেমে গেল

সিদ্দরামাইয়া ও শিবকুমারের কংগ্রেস সরকারের কাছে কর্ণাটকে আরও দুর্বল হয়ে পড়ল বিজেপি। ২২৪ সদস্যের কর্ণাটক বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে ৬৪ হয়ে গেল। সেখানে দু বছর আগে ১৩৫ আসনে জেতা কংগ্রেস বিজেপি ও বিজেডি দলছুটদের সঙ্গে নিলে দেড়শোর কাছাকাছি পৌঁছে যেতে পারে।