Photo Credits: ANI & FB

রবিবার আমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে মঠে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মুখ না নিয়েও ঘুরিয়ে তাঁকে অপয়া বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার রাজস্থানের বারমেরে নির্বাচনী সভার মাঝে বলতে গিয়ে রাহুল ঘুরিয়ে বলেন,'বিশ্বকাপে আমাদের ছেলেরা সব ম্য়াচে জিতে ফাইনালে এসেছিলেন, আর সেদিন উনি ছিলেন আর আমরা হারলাম। তাই ওনাকে অপয়া বলা যায়।"রাহুলের বক্তব্যের মাঝে সভায় উপস্থিত একদল কংগ্রেস সমর্থক মোদীর নাম করে পানৌতি, পানৌতি (বাংলায় যাকে বলে অপয়া, বা অশুভ) বলে চেঁচাতে থাকেন। তাদের কথার জবাবে রাহুল এই বক্তব্য রাখেন। কথা বলার মাঝে বারবার রাহুলকে কটাক্ষের হাসি হাসতে দেখা যায়।

রাহুলের এমন মন্তব্য প্রধানমন্ত্রীকে বড় অপমান করা হয়েছে বলে দাবি করে তাঁর ক্ষমা দাবি করল বিজেপি। বিজেপি-র মুখপাত্র তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ তরে রাহুলকে বলেন, তোমার মা মোদীজি-কে মৌত কা সওদাগর বলার ফল সবাই দেখেছে। এবার তুমি বলে চলেছো।"আরও পড়ুন-'মা, আমি ঠিক আছি, সময় মতো খাবার খাও…’ সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকের আবেগময় বার্তা

দেখুন ঠিক কী বলেছিলেন রাহুল গান্ধী

প্রসঙ্গত, রবিবার আমেদাবাদে ভারতের হারের পর এক্স প্ল্যাটফর্মে টানা পানৌতি শব্দটি ট্রেন্ড করতে থাকে।