কিরণ মজুমদার শ, ফাইল ছবি (Photo Credits: IANS)

বেঙ্গালুরু, ১৮ আগস্ট: এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বায়োকন চেয়ারপার্সন কিরণ মজুমদার শ (Kiran Mazumdar-Shaw)। সোমবার রাতে টুইট করে সংক্রামিত হওয়ার খবর দিলেন ৬৭ বছরের বায়োকন চেয়ারপার্সন। তিনি লেখেন, “আমার কোভিড টেস্ট পজিটিভ এসেছে। উপসর্গও মৃদু, আশাকরি এমন থাকতে থাকতেই সুস্থ হয়ে উঠব।” কিরণ মজুমদার শয়ের টুইটের উত্তরে দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি লেখেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনাকে আমাদের বড় প্রয়োজন। ভাল থাকুন বন্ধু।” বায়োকন চেয়ার পার্সনের সুস্থতা কামনা করে টুইট করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। টেক সিটি বেঙ্গালুরুতে বসবাস করেন কিরণ মজুমদার শ, তিনি হলেন এই শহরের সর্বশেষ হাইপ্রোফাইল ব্যক্তিত্ব যাঁর শরীরে মারণ ভাইরাস বাসা বেঁধেছে। আরও পড়ুন-Coronavirus Cases In West Bengal: একদিনে সর্বাধিক সংক্রমণ, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ৩ হাজার ৮০ জন

করোনা আক্রান্ত বায়োকন প্রধান

এর আগে কর্ণাটকের রাজধানী শহরের বাসিন্দা হিসেবে করোনায় আক্রান্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও বিরোধী দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। দুজনই সংক্রমণের পর বেসরকারি হাসাপতালে চিকিৎসার জন্য ভর্তি হন। দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার শুধুমাত্র বেঙ্গালুরু শহরেই নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ৫৩ জন। সবমিলিয়ে টেক সিটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯১ হাজার ৮৬৪ জন। এই মুহূর্তে সংক্রামিত ৩৪ হাজার ৪০৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৫ হাজার ৯৭২ জন। গত ২৪ ঘণ্টায় বেঙ্গালুরুতে কোভিড জয়ীর সংখ্যা ২ হাজার ১৯০। গত ২ মাসে দক্ষিণের এই শহরে রাজনৈতিক নেতা, মন্ত্রী, বিদায়ক, সাংসদরাও করোনার কবলে পড়েছেন। তালিকায় শাসক বিজেপির পাশাপাশি কংগ্রেস ও জনতাদল সেকুলারের নেতাকর্মীরাও রয়েছেন।