মুম্বই, ১৪ অগাস্ট: প্রয়াত হলেন কোটিপতি বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। রাকেশ ঝুনঝুনওয়ালাকে 'ভারতের ওয়ারেন বাফেট' বলা হতো। এছাড়াও ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ নামে বেশি পরিচিত ছিলেন রাকেশ।
তিনি ছিলেন একজন ব্যবসায়ী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দেশের অন্যতম ধনী ব্যক্তি। হাঙ্গামা মিডিয়া, অ্যাপটেক-র চেয়ারম্যানের পাশাপাশি ভাইসরয় হোটেল, কনকর্ড বায়োটেক, প্রোভোগ ইন্ডিয়া এবং জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-র ডিরেক্টর ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। এছাড়াও আকাশা এয়ার এবং স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স সংস্থার মালিক ছিলেন ঝুনঝুনওয়ালা। মাত্র কয়েকদিন আগেই পরিষেবা শুরু করেছে আকাশা এয়ার। আরও পড়ুন: Jammu And Kashmir: কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহত পুলিশ কর্মী
Veteran investor, the Big Bull of Dalal street Rakesh Jhunjhunwala passed away this morning. A legendary investor, he will be missed. pic.twitter.com/vX9Rk6eiuZ
— CNBC-TV18 (@CNBCTV18Live) August 14, 2022
কলেজে পড়ার সময়ই ঝুনঝুনওয়ালা স্টক মার্কেটে বিনিয়োগ করতে শুরু করেন। পরে তিনি ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটে ভর্তি হন। স্নাতক হওয়ার পরে প্রথমে দালাল স্ট্রিটে ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৫ সালে ঝুনঝুনওয়ালা ৫ হাজার টাকা পুঁজিতে বিনিয়োগ শুরু করেছিলেন। সেই মূলধনটি ২০১৮ সালের সেপ্টেম্বরে ১১ হাজার কোটি টাকায় পরিণত হয়।