দক্ষিণ চম্পারন (বিহার): ৯ জন মানুষকে প্রাণে মারার পরে খতম করা হল বিহারের (Bihar) 'মানুষখেকো' বাঘটি ('man-eating' tiger)-কে। শনিবার দুপুরে তাকে বনদপ্তরের নির্দেশে দক্ষিণ চম্পারন জেলার বাগাহা (Bagaha) এলাকায় গুলি করে মারা হয়।
The 'man-eating' tiger who killed nine people in Bagaha in the West Champaran district of Bihar, has been killed. pic.twitter.com/nwaWtKH41n
— ANI (@ANI) October 8, 2022
বিহারের বনদপ্তরের তরফে জানানো হয়েছে, গত কয়েক মাসে দক্ষিণ চম্পারন (West Champaran) জেলার অন্তর্গত বাল্মিকী টাইগার রিজার্ভ (Valmiki Tiger Reserve) ফরেস্ট এলাকার ওই বাঘটি স্থানীয় বাগাহা গ্রামের ৯ জন মানুষকে হত্যা করে। এর মধ্যে গত ৩ দিনে সে ৪ জনকে মেরেছে। বৃহস্পতিবার রাতেও বাগী পঞ্চায়েতের অন্তর্গত সিগাডি গ্রামে ঘুমিয়ে থাকা অবস্থায় ১২ বছরের বাগাডি কুমারী নামে একটি নাবালিকাকে হত্যা করে ওই বাঘটি।
বনদপ্তর সূত্রে আরও জানা গেছে, সম্প্রতি রামনগর (Ramnagar) ব্লকের অন্তর্গত বাগাহি (Bagahi) পঞ্চায়েতের ডুমরি (Dumri) গ্রামের বাসিন্দা ৩৬ বছরের সঞ্জয় মাহাতো বাল্মিকী রিজার্ভ ফরেস্টের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। সেইসময় তাঁকে হত্যা করে ওই মানুষখেকো বাঘটি। তারপরই বিহারের চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন (Chief wildlife warden) প্রভাত কুমার গুপ্তা ওই বাঘটিকে দেখা মাত্রই গুলি করে মারার (shoot at sight) নির্দেশ দেন।
Bihar | Orders issued to kill 'man-eating' tiger that killed nine people in Bagaha in West Champaran dist
Orders for killing a tiger are issued as per procedure when it's established that tiger is accustomed to living in human habitation. Tiger killed 4 people in past 3 days:DFO pic.twitter.com/KaYhZYHmE3
— ANI (@ANI) October 8, 2022
সেই নির্দেশ পাওয়ার পরেই বনদপ্তরের আধিকারিকরা শিকারিকে সঙ্গে নিয়ে বাঘটির খোঁজে চারিদিকে তল্লাশি চালাচ্ছিলেন। অবশেষে শনিবার দুপুরে তাকে গুলি করে মারা হয়। এর ফলে শান্তির পরিবেশ ফিরে এসেছে স্থানীয় এলাকায়।