Representational Image (Photo Credit: ANI)

পাটনা, ২০ সেপ্টেম্বর: দাম্পত্য কলহ (Verbal Fight) থেকে বচসা।পরস্পরকে এলোপাথাড়ি ছুরির কোপ দিয়ে ঘটনাস্থলে মৃত গৃহবধূ। গুরুতর আহত হয়ে হাসপাতাল মৃত্যুর সঙ্গে যুঝছেন স্বামী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলার টোলা গ্রামে। আরও পড়ুন-Justin Trudeau: রানির অন্ত্যেষ্টির আগে গান গেয়েছেন, বিপাকে জাস্টিন ট্রুডো

আহত ব্রজকিশোর সিং জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে সোমবার রাতে তাঁর বচসা বাঁধে। রাগের বশে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করেন তিনি। তবে পাল্টা দিতে দেরি করেননি উর্মিলা সিং। তিনিও স্বামী ব্রজকিশোর সিংয়ের উপরে এলোপাথাড়ি ছুরির কোপ চালান।

চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয় থানায় খবর যায়।  পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সঙ্কটজনক ব্রজকিশোরকে হাসপাতালে নিয়ে যায়। এই প্রসঙ্গে পূর্ব চম্পারণের ডিএসপি অরুণ কুমার গুপ্তা জানিয়েছেন,  দেনার দায়ে রীতিমতো ডুবে স্বামী। এদিকে উপার্জনের কোনও সুলুক সন্ধান নেই। কাজও খুইয়েছেন। সবমিলিয়ে আর্থিক সমস্যায় জর্জরিত ব্রজকিশোর অবসাদে ভুগছিলেন। দেনা মেটাতে বিক্রি করেছেন চাষের জমি। শুধুমাত্র টিকে আছে বসতবাড়িটি।

উর্মিলা সিংয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিজ্ঞানসম্মত প্রমাণ পেতে  অকুস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের দলকে ডেকে পাঠানো হয়েছে। ব্রজকিশোরের জবানবন্দি নিলেও এই ঘটনার নেপথ্যে কারণ সত্যিই তাই কি না, এখনও যাচাই করে দেখা হয়নি।