School Student, Representational Image (Pixaby)

পাটনা, ২৬ জুন: প্রকাশ্যে  ধূমপানের অভিযোগে এক পড়ুয়াকে টেনেহিঁচড়ে মারধররে অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। বিহারের পূর্ব চম্পারণের মধুবন এলাকায় ওই ঘটনার জেরে চাঞ্চল্য় ছড়ায়। রিপোর্টে প্রকাশ, গত শনিবার বজরঙ্গি কুমার নামে দশম শ্রেণির এক পড়ুয়াকে ধূমপান করতে দেখে ফেলে তার স্কুলের এক শিক্ষক। এরপর ওই শিক্ষাক বজরঙ্গী কুমারকে টেনে নিয়ে যায় স্কুল চত্ত্বরে, যেখানে অন্য শিক্ষকরাও ছিলেন। বজরঙ্গী কুমারকে ধরে এরপর বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। বেল্ট দিয়ে বেদম প্রহারের জেরে বজরঙ্গী অজ্ঞান হয়ে যায়। এরপর দশম শ্রেণির ওই পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, বজরঙ্গীর কাধ, হাতে চোট রয়েছে। তার গোপনাঙ্গ দিয়েও রক্তক্ষরণ শুরু হয় হাসপাতালে ভর্তির পর।

এরপর মজফ্ফরপুরের হাসপাতালে ভর্তি করা হয় বজরঙ্গীকে। কিন্তু সেখানেও শেষরক্ষা হয়নি। মুজফ্ফরপুরের হাসপাতালেই মৃত্যু হয় বজরঙ্গীর।

যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। বজরঙ্গী কুমার নামে ওই  পড়ুয়ার বিষপানের জেরেই ওই পরিণতি বলে দাবি করা হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করা হয় নিহতের পরিবারের তরফে সমস্ত ঘটনা সামনে আসার পর।