Black Magic, Representational Image (Photo Credit: File Photo)

পাটনা, ৭ জুলাই: কালো জাদুর (Black Magic) নাম করে চরম অত্যাচার। কালো জাদুর নাম করে যে হানাদারি চলে, তার চোটে এবার মৃত অবস্থায় (Burnt Alive) উদ্ধার করা হল ৫ জনের দেহ। বিহারের (Bihar) পূর্ণিয়া থেকে এমনই একটি খবর এবার প্রকাশ্যে এল। যেখানে কালো জাদু করে একই পরিবারের ৫ জনকে পুড়িয়ে মারা হয় বলে খবর। পূর্ণিয়ার এসডিপিও বলেন, পূর্ণিার বাসিন্দা সোনু কুমার নামে এক কিশোর তাঁদের গিয়ে খবর দেন, ওঁরাও সম্প্রদায়ের লোকজন তাঁদের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোককে পুড়িয়ে মারছে।

খবর পেতেই পুলিশ গ্রামে হাজির হয়। সেখানে গিয়ে দেখা যায়, একই পরিবারের ৫ জনের পোড়া দেহ সেখানে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওই দেহগুলি উদ্ধার করে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় ৩ জনকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ যেতে দেরি হওয়ার জেরেই সংশ্লিষ্ট পরিবারের ৫ জনকে পুড়িয়ে মারে দুষ্কৃতীরা।

দেখুন কী ঘটে যায় পূর্ণিয়ায়...

 

পুলিশ সূত্রে খবর, সোনু কুমারের পরিবারের লোকজনদের প্রথমে মারধর করা হয়। তারপর ৫ জনকে ধরে তাঁদের জ্ব্যান্ত পোড়ানো হয়। ঘটনার তদন্তে শুরু করার পর পুলিশও কার্যত অবাক হয়ে যায়। দেখা যায়, যে ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে এক শিশু ছিল। তাকে রবিবার নয়, তার আগেই কোনও একদিন পুড়িয়ে মারা হয়েছে কালো জাদুর নাম করে।