বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন জায়গাতে হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে প্রথম দফার নির্বাচন (Bihar Election 2025)। মোট ৩.৭৫ কোটি মানুষ ভাগ্য নির্ধারণ করবে ১৩১৪ জন প্রার্থীর। বৃহস্পতিবার বিহারের প্রথম দফার নির্বাচনে ১২১টি আসনে ভোট হল। বিকেল ৫টা অবধি বিহারে মোট ৬০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পড়েছে বেগুসরাইতে। মোট ভোটপ্রদান হার ৬৭.৩২ শতাংশ। অন্যদিকে পাটনায় সবথেকে কম ভোট পড়েছে। মোট ৫৫.০২ শতাংশ ভোট পড়েছে বিহারের রাজধানীতে।
প্রথম দফায় ছিল একাধিক হেভিওয়েট প্রার্থী
এছাড়া গোপালগঞ্জ, মুজাফফরপুর, লাখীসরাই, মাধেপুরা, ভোজপুর, বক্সার, দ্বারভাঙা, মুঙ্গের, নালন্দা, সিওয়ান, রাঘোপুর, আলিনগর, তারাপুর, চাপড়া, বাকিপুর, ফুলওয়ারি, রঘুনাথপুরের মতো জায়গাতেও উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে। আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ রয়েছে। যার মধ্যে অন্যতম লালু প্রসাদ যাদবের দুই ছেলে তেজস্বী যাদব ও তেজ প্রতাপ যাদব। একজন রাঘপুর এবং অপরজন মহুয়া থেকে লড়ছেন।
দ্বিতীয় দফার ভোট কবে?
এছাড়া রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, গায়িকা মৈথিলী ঠাকুর, খেসরিলাল যাদবের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারন হবে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। আগামী ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। মোট ১২২টি আসনে ভোট হওয়ার কথা এদিন।