আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার নির্বাচন (Bihar Election 2025)। মোট ১২১টি কেন্দ্রে নির্বাচন রয়েছে আগামী বৃহস্পতিবার। ফলে নির্বাচন কমিশনের যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তেমনই রাজনৈতিক দলগুলিও বিধানসভা কেন্দ্রগুলিতে শেষমুহূর্তের প্রচার সারতে ব্যস্ত। এদিকে এই নির্বাচনী প্রচারের মধ্যে মোকামা বিধানসভা কেন্দ্রে গত বুধবার রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। জন সুরাজ পার্টি ও জেডিইউ প্রচারকে কেন্দ্র করে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যা সংঘর্ষ বাধে। আর তাতেই মৃত্যু হয় জন সুরাজ পার্টির নেতা দুলারচাঁদ যাদবের।

গ্রেফতার অনন্ত সিং

এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়। নির্বাচন কমিশনের নীরাবতা নিয়ে আরজেডি, কংগ্রেস নেতারা প্রশ্নও তোলেন। অবশেষে গত শনিবার রাত থেকে অ্যাকশন মোডে চলে আসে নির্বাচন কমিশন। মোকামা বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ৩ প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের কর্তব্যের গাফিলতির অভিযোগে রাতারাতি বদলি ও তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এমনকী গভীর রাতে মূল অভিযুক্ত জেডিইউ বিধায়ক ও প্রার্থী অনন্ত কুমার সিংকে গ্রেফতারও করে পাটনা পুলিশের সিআইডি বিভাগ। সঙ্গে তাঁর দুই সহকারীকেও আটক করা হয়।

কী বললেন জ্ঞানেশ কুমার?

এদিকে বিহারের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিরোধী বা শাসক দলের পক্ষপাতিত্ব করতে আসিনি। কমিশনের কাছে শাসক-বিরোধী সকলেই সমান। এই ভোট উৎসবে যেন রাজ্যবাসী ভয়-ভীতি ছাড়া ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলিরও। ভোটের আবহে কোনও ধরনের হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না। কেউ করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।