Illegal Liquor (Photo Credit: ANI/Twitter)

পাটনা, ১৯ ডিসেম্বর: চোলাই মদের ঠেকে হানা দিল পুলিশ (Police) । চোলাইয়ের ঠেকে হানা দিয়ে সেখান থেকে কয়েক লিটার বেআইনি মদ উদ্ধার করে পুলিশ। বিহারের (Bihar) পাটনায় (Patna) একটি চোলাইয়ের ঠেকে হানা দিয়ে সেখানে বেআইনি মদের ঠেক ভেঙে দেয় পুলিশ। পাটনার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি বিহারের ছাপরায় বিষাক্ত মদের (Hooch) জেরে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে। শেষ খবর অনুযায়ী, ছাপরায় বিষাক্ত মদের জেরে ৬৫ জনের মৃত্যু হয়। যা নিয়ে প্রায় গোটা বিহার তোলপাড় হয়ে যায়। এদিকে বিষাক্ত মদ্যপানের  জেরে যাঁদের মৃত্যু হয়েছে,  তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না বেল জানিয়ে দেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)।

আরও পড়ুন: Chapra Hooch Tragedy: 'যে মদ খাবে, সে মরবে', ছাপরায় চোলাই মদে মৃত্যু নিয়ে বিস্ফোরক নীতিশ কুমার

ছাপড়ায় বিষাক্ত মদ্যপানের জেরে যাঁদের মৃত্যু হয়, তাঁদের নিয়ে বিধানসভায় সরব হন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিষাক্ত মদ্যপানের জেরে যাঁদের মৃত্যু হয়, তাঁদের কোনও ক্ষতিপূর্ণ দেওয়া হবে না বলে জানান নীতিশ।

পাশাপাশি যাঁরা বিষাক্ত মদ পান করবেন, তাঁরাই মরবেন বলেও কড়া সুরে সমালোচনা করতে শোনা যায় নীতিশকে।