পাটনা, ১৫ ডিসেম্বর: বিহারের (Bihar) ছাপরায় (Chapra ) চোলাই মদে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার ছাপরা চোলাই মদে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৯-এ। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। ছাপরা চোলাই মদে মৃত্যুর সংখ্যা যখন বাড়ছে, সেই সময় বিতর্কিত মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। নীতিশ বলেন, 'মানুষকে সচেতন থাকতে হবে। যে মদ খাবে, সে মরবে।' নীতিশ কুমারের ওই মন্তব্য নিয়ে কার্যত শোরগোল শুরু হয়েছে। জনতা দল ইউনাইটেড প্রধান আরও বলেন, এর আগে যখন চোলাই মদে সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে, তখন মৃতদের পরিবারকে উপযুক্ত অর্থ ক্ষতিপূরণ দেওয়া হয়। আগের ঘটনা মনে করে এবার প্রত্যেকের সজাগ থাকা উচিত। তাই চোলাই মদ নিয়ে প্রত্যেকের সজাগ এবং সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করে বিহারের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Nitish Kumar Tests Positive for COVID-19: করোনা আক্রান্ত নীতিশ কুমার, কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তিনি
#UPDATE | Bihar: The death toll in the Chapra hooch tragedy rises to 39.
— ANI (@ANI) December 15, 2022
ছাপরা চোলাইকাণ্ড নিয়ে বিহারের নীতিশ সরকারের বিরুদ্ধে বিজেপি তোপ দাগতে শুরু করলে, বৃহস্পতিবার তার পালটা মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বিষাক্ত মদে মৃত্যু হয়েছে। তাই অন্যরা কেন এই নিয়ে চিৎকার, চেঁচামেচি করছে বলে প্রশ্ন তোলেন নীতিশ কুমার।