নয়াদিল্লিঃ মৃত্যুর (Death)খবর পেয়ে কে কাঁদবে? কে ছুটে আসবে? তা জানতে মৃত সেজে অভিনয় ৭৪ বছরের বৃদ্ধের। চিতায় আগুন দেওয়ার আগে নিজের কীর্তি নিজেই ফাঁস করলেন তিনি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। ৭৪ বছরের বৃদ্ধের নাম মোহনলালা। প্রাক্তন সেনাকর্মী তিনি। সম্প্রতি মৃত সেজে এই কাণ্ড ঘটান তিনি। তাঁর মৃত্যুতে কত জন কষ্ট পান তা দেখার জন্যই এই নাটকের সাহায্য নেন তিনি বলে দাবি।
এদিন মোহনলালের মৃত্যুর খবর পেয়ে সত্যিই ছুটে আসেন ত্মীয়স্বজন, পরিজন, প্রতিবেশীরা সকলে। কেঁদে ভাসান তাঁরা। শেষকৃত্যের আয়োজন করা হয়। ফুল, চন্দন, মালা দিয়ে সাজানো হয় দেহ। নিয়ে যাওয়া হয় শ্মশানে। সবশেষে চিতায় আগুন দেওয়ার প্রস্তুতিও শুরু হয়। এমন সময় উঠে বসেন মোহনলাল। চমকে ওঠেন সকলে। এরপর চিতার উপর বসেই সমস্তটা জানান মোহনলাল। এরপর খুশি হয়ে শ্মশানযাত্রীদের পেট ভরে খাওয়ানও তিনি।
মারা গেলে কে কে কাঁদবে? জানার জন্য মৃত সেজে অভিনয়, চিতায় আগুন দেওয়ার আগেই উঠে বসলেন বৃদ্ধ
Bihar man holds mock funeral as he wanted to see people's reaction on his death. pic.twitter.com/NgRqpAwzQs
— News Arena India (@NewsArenaIndia) October 15, 2025