বিহারের (Bihar) প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে চালানো হল গুলি। পাটনার মোকামা এলাকায় বুধবার বিকেলে হঠাৎ করেই বিধায়ক অনন্ত কুমার সিংকে লক্ষ্য করে গুলি চালায় সোনু মোনু গ্যাং। অনন্ত সিংয়েরর কনভয় যখন যাচ্ছিল, সেই সময় গাড়ি লক্ষ্য করে প্রায় ৬০-৭০ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। মোকামার প্রাক্তন বিধায়ক বুধবার বিকেলে যখন নউরঙ্গা জালালপুর গ্রামে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করেই তাঁকে লক্ষ্য করে চালানো হয় গুলি। কোনওক্রমে গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেয়ে সেখান থেকে কনভয় ছুটিয়ে বেরিয়ে যান অনন্ত কুমার সিং। প্রাক্তন বিধায়কের কোনও আঘাত লাগেনি বলে খবর।
প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে চলল গুলি...
बिहार के बाहुबली अनंत सिंह पर 60-70 राउंड फायरिंग !#BiharPolitics #Bihar #BiharNews #AnantSingh @LakshmiRajputt pic.twitter.com/4ABeicfCLg
— News18 Bihar (@News18Bihar) January 22, 2025