AK47 Magazine with 12 Live Bullets Seized. (Photo Credits:X)

AK-47 Magazine Seized: বিহার বিধানসভা ভোটের মুখে চাঞ্চল্যকর ঘটনা। জামুই জেলায় পুলিশ উদ্ধার করল একটি একে-৪৭ রাইফেলের ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাওবাদী-প্রভাবিত এই জেলায়। জামুই জেলা পুলিশ ও বিহারের বিশেষ টাস্ক ফোর্স (STF)-এর যৌথ অভিযানে এই উদ্ধার হয়। 'অপারেশন জাখিরা' নামের বিশেষ রাজ্যব্যাপী অভিযানের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হয়েছিল। অভিযানের মূল উদ্দেশ্য ভোটের আগে বেআইনি অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা। সেটা সফল হয়েছে বলে জানিয়েছে জামুই পুলিশ।

কীভাবে উদ্ধার হল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি তল্লাশির সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ম্যাগাজিন ও গুলি। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে ৮ অক্টোবর সিওয়ান জেলায় স্টিএফ অভিযান চালিয়ে উদ্ধার করেছিল একটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও ১৪৩ রাউন্ড গুলি, যা কুখ্যাত গ্যাংস্টার রইস খানের দলের সঙ্গে যুক্ত ছিল।

দেখুন ভিডিও

৬৪ কোটি টাকার অবৈধ সামগ্রী উদ্ধার

জামুইয়ের পুলিশ সুপার মনীশ কুমার জানিয়েছেন, 'এই উদ্ধার আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ। আমরা কোনোভাবেই অস্ত্র-চক্রকে সক্রিয় হতে দেব না। ভোট শান্তিপূর্ণ করতে পুলিশ বেশ সতর্ক রয়েছে।'অস্ত্র আইনের ধারা ২৫/২৭ অনুযায়ী মামলা রুজু হয়েছে। বিহার পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত রাজ্যজুড়ে ৬৪.১৩ কোটি টাকার অবৈধ সামগ্রী, যেমন নগদ টাকা, মদ, মাদক ও অস্ত্র উদ্ধার হয়েছে। মোট ৭৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।