AK-47 Magazine Seized: বিহার বিধানসভা ভোটের মুখে চাঞ্চল্যকর ঘটনা। জামুই জেলায় পুলিশ উদ্ধার করল একটি একে-৪৭ রাইফেলের ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাওবাদী-প্রভাবিত এই জেলায়। জামুই জেলা পুলিশ ও বিহারের বিশেষ টাস্ক ফোর্স (STF)-এর যৌথ অভিযানে এই উদ্ধার হয়। 'অপারেশন জাখিরা' নামের বিশেষ রাজ্যব্যাপী অভিযানের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হয়েছিল। অভিযানের মূল উদ্দেশ্য ভোটের আগে বেআইনি অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা। সেটা সফল হয়েছে বলে জানিয়েছে জামুই পুলিশ।
কীভাবে উদ্ধার হল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি তল্লাশির সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ম্যাগাজিন ও গুলি। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে ৮ অক্টোবর সিওয়ান জেলায় স্টিএফ অভিযান চালিয়ে উদ্ধার করেছিল একটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও ১৪৩ রাউন্ড গুলি, যা কুখ্যাত গ্যাংস্টার রইস খানের দলের সঙ্গে যুক্ত ছিল।
দেখুন ভিডিও
VIDEO | Jamui: Police seize AK-47 magazine with 12 bullets ahead of Bihar polls.#JammuAndKashmir pic.twitter.com/rgsokrHagF
— Press Trust of India (@PTI_News) October 21, 2025
৬৪ কোটি টাকার অবৈধ সামগ্রী উদ্ধার
জামুইয়ের পুলিশ সুপার মনীশ কুমার জানিয়েছেন, 'এই উদ্ধার আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ। আমরা কোনোভাবেই অস্ত্র-চক্রকে সক্রিয় হতে দেব না। ভোট শান্তিপূর্ণ করতে পুলিশ বেশ সতর্ক রয়েছে।'অস্ত্র আইনের ধারা ২৫/২৭ অনুযায়ী মামলা রুজু হয়েছে। বিহার পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত রাজ্যজুড়ে ৬৪.১৩ কোটি টাকার অবৈধ সামগ্রী, যেমন নগদ টাকা, মদ, মাদক ও অস্ত্র উদ্ধার হয়েছে। মোট ৭৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।