Lalu Prasad Yadav & Tejashwi Yadav (Photo Credit: X)

Bihar Assembly Elections 2025: বিহারে ভোজপুরী সিনেমা ইন্ডাস্ট্রির ছোট-বড় সব তারকাই বিজেপি করেন। গোরক্ষপুরের সাংসদ রবি কিষাণ থেকে দিল্লির সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি, ইউপি-র গাজিপুরের সাংসদ দীনেশ লাল যাদব (নিরাউহা) কিংবা পবন সিং। ভোজপুরী সিনেমার সব বড় তারকাই এখন বিজেপি নেতা কিংবা জনপ্রতিনিধি। গতকাল, মঙ্গলবার বিহারের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরও বিজেপিতে যোগ দেন। খুব সম্ভবত বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতে তাঁর নাম থাকবে। বিহারে সিনে তারকা মানেই বিজেপি, সাম্প্রতিককালে এমন ট্রেন্ড ভাঙতে চলেছেন ভোজপুরী সিনেমার বড় তারকা খেসারি লাল যাদব।

বিহারের তরুণ প্রজন্মের মধ্যে আকাশছোঁয়া জনপ্রিয়তা অভিনেতা খেসারি লাল যাদবের

চাপড়া জেলার বাসিন্দা গায়ক-অভিনেতা খেসারির গোটা বিহারে বিশেষ করে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই খেসারি জানালেন, তিনি তার স্ত্রীকে ভোটে দাঁড়ানোর জন্য অনুরোধ করছেন। তাতে তাঁর স্ত্রী রাজি না হলে, তিনি আরজেডি-র হয়ে জোর কদমে প্রচার করবেন বলে খেসারি জানিয়েছেন। তাঁর স্ত্রীকে প্রার্থী হিসাবে লড়তে দেখতে চাওয়া, বা ভোটপ্রচারের কারণ তিনি তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী দেখতে চান। তিনি নিজে প্রার্থী হতে পারছেন না, কারণ তিনি অভিনয় ও গানের পিছনে আরও সময় দিতে চান। এমন কথাই জানালেন অভিনেতা-গায়ক খেসারি। খেসারি শুধু সিনেমা জগতের তারকা নন, তার 'খেসারি ফাউন্ডেশন এনজিও'-র মাধ্যমে ৬২ জন অনাথ শিশুর শিক্ষা-খরচ বহন করেন এবং বিহারের বন্যা-প্রভাবিতদের সাহায্য করেন।

দেখুন তেজস্বী যাদবকে সমর্থন জানিয়ে কী বললেন খেসারি লাল যাদব

আগে দুধ ও লিট্টি বিক্রি করে সংসার চালাতেন খেসারি, সেখান থেকে এখন ভোজপুরি সিনেমার অন্যতম সবচেয়ে বড় তারকা

২০১৯ সালে বিগ বস ১৩-এ ওয়াইল্ডকার্ড এন্ট্রি হিসাবে দেখা গিয়েছিল খেসারিকে। অভিনয়ে আসার আগে এতটাই গরিব ছিলেন য সকালে দুধ, আর দুপুরে লিট্টি বিক্রি করতেন। ২০১১ সালে প্রথম ছবি সাজন ছলে সসুরাল থেকে অভিনয়ে প্রবেশ করেন, যা হিট হয়ে তাকে অভিনয়ের জগতে প্রতিষ্ঠিত করে। এরপর ৭০-এর বেশি ছবিতে কাজ করে ৫০০০-এর বেশি গান রেকর্ড করেন।