বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এএই দফায় বিহারের ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট প্রার্থীর সংখ্যা ১,৩০২। তার মধ্যে ১৩৬ জন মহিলা প্রার্থী। ১,৩০২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩.৭০ কোটিরও বেশি ভোটার।সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ সন্ধ্যা ৬টায় শেষ হবে তবে নিরাপত্তার কারণে ৭টি আসনে ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। পুলিশ মহাপরিচালক বিনয় কুমার জানিয়েছেন, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নেপাল সংলগ্ন সীমান্ত এবং উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সাথে আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এবং নিয়মিত টহল দেওয়া হচ্ছে। জয়নগর, মধুবনী এবং নেপালের জনকপুরের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিষেবা ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
বিহারের এই ২০টি জেলায় সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। তালিকায় রয়েছে পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জের মতো নেপাল সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিও। ভোটগ্রহণ পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য পাটনার মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে একটি অত্যাধুনিক নিয়ন্ত্রণ ও কমান্ড কেন্দ্র স্থাপন করেছে। ২০টি জেলা সদর দপ্তরেও একই ধরণের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। নারীর ক্ষমতায়নের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, ৫৯৫টি ভোটকেন্দ্র সম্পূর্ণরূপে মহিলা ভোটদান কর্মীদের দ্বারা পরিচালিত হবে, এবং ২১টি প্রতিবন্ধী ভোটকেন্দ্র বিভিন্নভাবে সক্ষম কর্মীদের দ্বারা পরিচালিত হবে। এছাড়াও, ৩১৬টি মডেল ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, বিহারে এর আগে গত ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হয়। ওই দিন রেকর্ড পরিমাণে ভোট পড়েছিল। আগামী ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।