পাটনা, ২৬ সেপ্টেম্বর: বিহারে (Bihar) একের পর এক দুর্ঘটনা। যার জেরে পরপর ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পরপর ঘটনায় যাঁদের মৃত্যুর খবর আসে, তাঁদের মধ্যে ৩৭ জনই শিশু (Children)। বাকি ৭ জন মহিলা বলে খবর। জিতিয়া বা জীবিতপুত্রিকা নামে একটি অনুষ্ঠানে সময় বিহারে পরপর মৃত্যুর খবর আসতে শুরু করে। ঘটনার জেরে শোক প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। যে ৭ মহিলার মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৪ লক্ষ করে আর্থিক সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
পূর্ব, পশ্চিম চম্পারন, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সরণ, পাটনা, বৈশালী, মজফ্ফরপুর, সমস্তিনগর, গোপালগঞ্জ, আরওয়াল জেলা থেকে মৃত্যুর খবর আসতে শুরু করে। ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৩ জনের খোঁজ চলছে বলে খবর।
জানা যাচ্ছে, জিতিয়া নামের ওই উৎসব পালন করেন মায়েরা। সন্তানদের ভাল রাখতে তাদের সঙ্গে নিয়ে নিকটবর্তী কোনও জলাশয়ে পুজো করতে যান মায়েরা। ওই জিতিয়া পালনের সময়ই পরপর মৃত্যুর খবর আসতে শুরু করে বিহারের একাধিক জেলা থেকে।