
ইন্দোর, ১০ জুন: সোনম রঘুবংশী (Sonam Raghuwanshi) কি অন্তঃসত্ত্বা? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। সোনমকে পুলিশ হেফাজতে নেওয়ার পর থেকে অত্যন্ত দুর্বল দেখায় তাকে। ফলে গোটা দিন ধরে তাকে এনার্জি ড্রিঙ্ক দিতে শুরু করে পুলিশ। সেই সঙ্গে সোনমের যখন শারীরিক পরীক্ষা করানো হয়, তাকে যথেষ্ঠ বিরক্ত দেখায়। সেই সঙ্গে সোনমের যেন কিছুই ভাল না লাগতে শুরু করে। মানসিকভাবে সোনমকে যেমন বিধ্বস্ত দেখায়, তেমনি শারীরিকভাবেও তাঁকে দুর্বল দেখাতে শুরু করে। কী কারণে সোনমের এই পরিস্থিতি, তা নিয়ে ধ্বন্দে পুলিশ এবং চিকিৎসকরা। ফলে সোনম কি অন্তঃসত্ত্বা বলে প্রশ্ন উঠছে। যে প্রশ্ন উঠতেই রাজা রঘুবংশী খুনে মূল অভিযুক্তর প্রেগনেন্সি (পরীক্ষা করানো হয়। তবে সেই পরীক্ষার ফল অমিমাংসিত আসে। ফলে আগামী ৭ দিনের মধ্যে ফের সোনম রঘুবংশীর আলট্রাসাউন্ড করানোর কথা বলছেন চিকিৎসকরা।
সোনম রঘুবংশী যদি অন্তঃসত্ত্বা হন, তাহলে এই মামলায় নয়া দিক যুক্ত হবে। সোনমের সঙ্গে সত্যিই রাজ কুশওয়া (Raj Kushwaha) নামের ওই যুবকের শারীরিক সম্পর্ক ছিল কি না কিংবা অন্য কারও উপর সে আসক্ত ছিল কি না, তা বোঝা যাবে। ফলে সোনম রঘুবংশীর প্রেগনেন্সি টেস্ট বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রেগনেন্সি পরীক্ষা করলে সোনম রঘুবংশী সম্পর্কে আরও অনেক তথ্য এবং তার স্বামীকে খুনের উদ্দেশ্য সম্পর্কে তদন্তকারীরা কিছুটা স্পষ্ট সূত্র পাবেন।
এদিকে রাজ কুশওয়ার বাড়ির লোকের দাবি, তাদের বাড়ির ছেলে সোনমকে দিদি বলে ডাকত। তাই সোনমের স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghuwanshi) রাজ কুশওয়া খুন করতে পারে না বলে দাবি করা হচ্ছে তার বাড়ির লোকের তরফে।