Grocery Shop, Representational Image (Photo Credit: Pixabay)

দিল্লি, ২ জুলাই: কেন্দ্রের (Central Govt) তরফে পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি (GST) ছাড়ের পরিকল্পনা করা হচ্ছে। মধ্যবিত্তের জন্য আয়কর ছাড়ের পর এবং জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জোরদার ভাবনা চিন্তা করা হচ্ছে। সূত্রের তরফে মিলছে এমন খবর। কেন্দ্রের এই জিএসটি ছাড় (GST Relief) যে পণ্যগুলি পেতে পারে, তার মধ্যে রয়েছে টুথপেস্ট, টুথ পাওডার, সেলাই মেশিন, ছাতা, প্রেশার কুকার, রান্নাঘরের সব বাসনপত্র, ইস্ত্রি বা জামাকাপড় আয়রন করার মেশিন, গিজার, ওয়াশিং মেশিন, সাইকেলের মত নিত্য ব্যবহার যোগ্য জিনিসপত্র।

এসবের পাশাপাশি পোশাকেও এবার জিএসটি ছাড় মিলতে পারে। সেক্ষেত্রে ১ হাজার টাকার বেশি দামের পোশাকে এই ছাড়ের সম্ভাবনা বেশি। ছাড়ের মধ্যে রয়েছে ১ হাজার টাকার মধ্য়ের জুতো। বেশ কিছু প্রসাধনী দ্রব্যও জিএসটি ছাড়ের তালিকায় থাকতে পারে বলে অনুমান। রয়েছে কৃষিকাজের জিনসপত্রও। সেই সঙ্গে ভ্যাকসিন, টাইলসের মত জিনিসপত্রও জিএসটি ছাড়ের তালিকা ভুক্ত হতে পারে বলে খবর।

যে জিনিসপত্রগুলির তালিকায় জিএসটি ছাড়ের মধ্যে আসতে পারে বলে খবর, তাহলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের (Middle Class) জিজীবনযাপন আরও সোজা এবং সহজ হবে বলেই মনে করছে বিভিন্ন মহল।