বারাণসী, ১ এপ্রিল: মারণ রোগ করোনাভাইরাসকে চিহ্নিকরণের কিট তৈরি করে ফেললেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Banaras Hindu University) মহিলা গবেষকরা। রোগ চিহ্নিতকরণের একেবারে নতুন পদ্ধতি আবিষ্কার হল। ইতিমধ্যেই পদ্ধতির পেটেন্টও নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মহিলা গবেষকদের দল করোনো চিহ্নিতকরণের সহজ পদ্ধতি আবিষ্কার করে একেবারে সাড়া ফেলেছেন। এই কিটে পরীক্ষা হলে তার সঠিক ফলাফল ১০০ শতাংশ নিশ্চিত। গীতা রাই নামের এক ডক্টর এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে গবেষণা করেছেন ডলি দাস, খুশবু প্রিয়া, হিরাল থাকের প্রমুখ।
তিনি বলেন, “অত্যন্ত কম খরচে এই মারণ রোগ হয়েছে কিনা তা পরীক্ষা করে জানা যাবে। এমনকী কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফলও হাতে আসবে। পদ্ধতির পেটেন্ট পেয়ে গিয়েছি। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের আইসিএমআর-কে বিষয়টি জানানো হয়েছে। দেশের এই দুই প্রধান সংস্থা সমর্থন ও পরামর্শ দিলেই জনগণের উপরে এই পদ্ধতির প্রয়োগ শুরু করা যাবে।” আরও পড়ুন-‘Star Wars’ Actor Andrew Jack Dies: হলিউডে করোনার ছায়া, প্রয়াত স্টার ওয়ার্স অভিনেতা অ্যান্ড্রু জ্যাক
গীতা রাইয়ের মতে, এই আর টি পিসিআর মাফিক করোনা আক্রান্ত চিহ্নিতকরণ পদ্ধতি একেবারেই নির্ভুল। দ্রুত আক্রান্তকে চিহ্নিত করা যায়। রোগ চিহ্নিত করতে কোনও দামী মেশিনের দরকার নেই। খরচ সাধ্যের মধ্যেই সীমাবদ্ধ।