নতুন দিল্লি, ১৭ জানুয়ারি: বৃহস্পতিবার তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ (Bhim Army chief Chandrashekhar Azad)। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে কোনও রকম ধরনায় যোগ দেওয়া যাবে না-সহ বেশকিছু বিধিনিষেধের বেড়াজাল রেখেই চন্দ্রশেখরকে মুক্তি দিয়েছে দিল্লির তিস হাজারি কোর্ট। তবে এই বিধিনিষেধ নির্বাচন পর্যন্ত বলবৎ থাকবে। রাজধানীর সব জায়গায় যাওয়ার অনুমতিও চন্দ্রশেখরের কাছে নেই। এদিকে মুক্তি পেয়েই আজাদ সাংবাদিকদের বলেন শুক্রবার তিনি দিল্লির জামা মসজিদ (Jama Masjid), রবিদাস মন্দির, গুরুদ্বার ও চার্চে যাবেন। তিনি বলেন, “আগামী কাল বেলা একটার সময় আমি জামা মসজিদে যাব। পরে আমি রবিদাস মন্দির, গুরুদ্বার ও চার্চে ঘুরে আসব।”
তিনি আরও বলেন, “যতদিন না সরকার সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার করে নিচ্ছে ততদিন আমাদের বিক্ষোভ প্রতিবাদ চলছে। যেসব মানুষ দেশকে ভাগ করতে উঠে পড়ে লেগেছে আমি তাদের বিরুদ্ধে।” আরও পড়ুন-Sanjay Raut Clarifies On Indira Gandhi-Karim Lala Comment: ‘যাঁরা দেশের ইতিহাস জানেন না তাঁরা বিরোধিতা করছেন’, ইন্দিরা গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ড্যামেজ কন্ট্রোলে সঞ্জয় রাউত
Bhim Army Chief Chandrashekhar Azad after being released from Tihar Jail, Delhi: Humara andolan samvidhanik roop se jaari rahega jab tak yeh kanoon wapas nahi liya jata. Jo log mulk ko bantna chahte hain hum unke khilaaf hain. #CitizenshipAmendmentAct pic.twitter.com/wVpUYbg935
— ANI (@ANI) January 16, 2020
এদিকে দিল্লি কোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে, মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই আজদাকে একেবারে প্রহরার মধ্যে দিয়ে তাঁর বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুরে পৌঁছে দিতে হবে। যদি বাড়ি যাওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে দিল্লির কোথাও যেতে চান চন্দ্রশেখর আজাদ, পুলিশ কড়া প্রহরায় তাঁকে সেখানেই নিয়ে যাবে। ২০ ডিসেম্বর জামা মসজিদের সামনে সংশোধিত নাগরিকত্ব বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে গ্রেপ্তার হন চন্দ্রশেখর আজাদ। জামা মসজিদ থেকে যন্তরমন্তর পর্যন্ত গোটা এলাকায় মিছিল করে বিক্ষোভ দেখিয়েছিল ভীম আর্মি, এই বিক্ষোভে পুলিশের কোনও অনুমতি নেওয়া হয়নি।