উজ্জয়িন, ৪ মে: এবার মারণ ভাইরাসের বলি বিজেপি কাউন্সিলর। মৃত ব্যক্তির নাম মুজাফ্ফর হোসেন। রবিবার তাঁর মৃত্যু হয় তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। মধ্যপ্রদেশের উজ্জিয়েনের বাসিন্দা তিনি। এলাকার লোকসভা সাংসদ অনিল ফিরোজিয়া টুইটারে মুজাফ্ফর হোসেনের (Muzaffar Hussain) মৃ্ত্যুর খবর জানিয়ে শোকবার্তা লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তিনি লিখেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্থানীয় কাউন্সিলর তথা উজ্জয়িনের মাইনরিটি সেলের বিজেপি নেতা মুজাফ্ফর হোসেনের মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। উজ্জয়িনের ৩২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন তিনি। সমাজকর্মী ডক্টর আনন্দ রাই জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে, তাই দুঃস্থ পরিবারগুলির কাছে খাবার পৌঁছে দিতে গত কয়েকদিন ধরে নিরন্তর কাজ করছিলেন মুজাফ্ফর হোসেন।
তবে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিতেই কাউন্সিলরকে উজ্জয়িনের আর্ডি গার্ডি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতমাসেই তাঁর লালারসে করোনার জীবাণু মেলে। এবং যত দিন গিয়েছে কাউন্সিলরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শেষমেশ মৃত্যু হল। এই প্রসঙ্গে অনিল ফিরোজিয়া বলেন, “আমি এই মাত্র দুঃসংবাদ পেলাম যে আমাদের তরুণ তুর্কি অনুরাগী নেতা তথা ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই মুজাফ্ফর হোসেনের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। বিজেপির সংখ্যালঘু ফ্রন্টের অন্যতম দায়িত্ববান সাহসী নেতা তিনি। সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছিলেন মুজাফ্ফর হোসেন।” আরও পড়ুন- Popular Google Doodle Games: Google ডুডলের জনপ্রিয় গেম স্কোভিল এখন ইউজারের মুঠোয়, লংকাকে ঘায়েল করতে তৈরি আইসক্রিম
कोरोनावायरस से पीड़ित प्रभावित लोगों की सेवा करते करते उज्जैन के पार्षद श्री मुजफ्फर हुसैन जी खुद संक्रमित हो गए और वे काल के गाल में समा गए।उनके दुखद निधन का समाचार जानकर मन आहत हुआ,शत-शत नमन श्रद्धा सुमन। परिवार को मेरी और से संवेदना।@ChouhanShivraj@BJP4MP@vdsharmabjp pic.twitter.com/MyaWv827rp
— Yashpal Sisodiya, MLA Mandsaur (@ypssisodiya) May 3, 2020
अभी-अभी मुझे यह दुःखद समाचार प्राप्त हुआ कि वार्ड क्रमांक 32 के हमारे युवा, जुझारू पार्षद भाई मुजफ्फर हुसैन जी का कोरोना से जंग लड़ते हुए आकस्मिक निधन हो गया।
वह हमारे भारतीय जनता पार्टी अल्पसंख्यक मोर्चा के एक जांबाज, कर्तव्यनिष्ठ नेता एवं एक सच्चे जनसेवक थे। pic.twitter.com/B3v9b54XsM
— Anil Firojiya (@bjpanilfirojiya) May 3, 2020
उज्जैन वार्ड क्रमांक 32 के भाजपा पार्षद मुजफ्फर हुसैन भोजन वितरित करने का कार्य कर रहे थे,इसी बीच वे संक्रमित हुए और उन्हें आरडी गार्डी अस्पताल में उपचार के लिए भेजा गया था। पार्षद मुजफ्फर हुसैन का आज इंतेक़ाल हो गया। अल्लाह इनकी मकफिरत करे, अमीन @CMMadhyaPradesh @ChouhanShivraj pic.twitter.com/tRxlxiJmIg
— Dr.ANAND RAI (@anandrai177) May 3, 2020
এই প্রসঙ্গে মান্দাসোরের বিধায়ক যশপাল সিসোদিয়া বলেন, “করোনা আক্রান্তদের পরিষেবা দিতে গিয়েই মারণ রোগের কবলে পড়লেন মুজাফ্ফর হোসেন। সেই রোগই তাঁর জীবন কেড়ে নিল। এই সাহসী কাউন্সিলরের মৃত্যুতে তিনি শোকাহত। মৃতের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা।” মধ্যপ্রদেশে ৩ হাজার ৯০ জন মারণ ভাইরাসে আক্রান্ত। এরমধ্যে ২ হাজার ৮৪৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ১৫৬ জনের।