দিল্লি, ৮ জুলাই: ৯ জুলাই ভারত বনধ (Bharat Bandh Strike Protest) কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকে হতে চলেছে। যার মধ্যে বামপন্থী সংগঠনগুলি রয়েছে। সিপিএম এবং সিপিআই -এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ৯ জুলাইের বনধে। জানা যাচ্ছে, ৯ জুলাইয়ের ভারত (Bharat Bandh) বনধে বামপন্থী দলগুলির পাশাপাশি ইন্ডিয়া জোটও অংশ নিতে পারে। বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে 'ইন্ডিয়া' জোট এই বনধে অংশ নিতে পারে বলে জানা যাচ্ছে। ফলে বুধবারের বনধে রাহুল গান্ধীর মত নেতার সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টে প্রকাশ।
আরও পড়ুন: Bharat Bandh 9th July: বুধবার ভারত বন্ধ, ধর্মঘটের প্রভাব পড়বে কোন কোন পরিষেবায়? জানুন বিস্তারিত
৯ জুলাইয়ের ভারত বনধ পালন করা হবে কোন কোন দাবির উপর নির্ভর করে?
শ্রম কোড বাতিলের দাবিতে ৯ জুলাই ভারত বনধ হবে। প্রতিবাদ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণের। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদও করা হবে আগামীকালের বনধে। শিক্ষায় দুর্নীতি এবং অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধেও করা হবে প্রতিবাদ।
৯ জুলাইয়ের ভারত বনধে কি স্কুল, কলেজ বন্ধ থাকবে?
৯ জুলাই যে ভারত বনধ ডাকা হয়েছে, তাতে স্কুল, কলেজ খোলা থাকবে। ৯ জুলাইয়ের ভারত বনধে স্কুস, কলেজ বন্ধ থাকার কোনও বিজ্ঞপ্তি সরকারের তরফে জারি করা হয়নি। স্কুল, কলেজের সঙ্গে বেসরকারি অফিসগুলিও ৯ জুলাই খোলা থাকবে বলে মনে করা হচ্ছে। তবে যানবাহন কতটা পাওয়া যাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে ৯ জুলাইয়ের ভারত বনধের জেরে রাস্তায় যানজট থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোন কোন সার্ভিস ভারত বনধের জেরে প্রভাবিত হতে পারে?
ভারত বনধের জেরে ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত হতে পারে। বিভিন্ন অ্যাপ ভিত্তিক গাড়িঘোড়া চললেও, সেগুলি বিভিন্ন শহরের পরিস্থিতির উপর নির্ভর করছে।