Couple, Representational Image (Photo Credit: Pixabay)

বেঙ্গালুরু, ৩০ জুলাই: ডেটিং অ্যাপে (Dating App) পরিচয় হওয়ার পর অনলাইন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘোরতর বিপাকে পড়লেন এক তথ্য প্রযুক্ত কর্মী। অনলাইনে পরিচিত সদ্য হওয়া প্রেমিকার সঙ্গে ডেটে গিয়ে, তাঁকে যে কাড়ি কাড়ি টাকা খোয়াতে হবে, তা কল্পনাও করতে পারেননি ওই তথ্য প্রযুক্তি কর্মী। তাইতো, বাম্বল ডেটিং (Bumble Date) অ্যাপে পরিচিত হওয়ার পর যে তরুণীর সঙ্গে ওই যুবক ডেটে যান, তাঁর সঙ্গে দু, চার কথা বলার পর বিপদ নেমে আসতে শুরু করে। এত পর্যন্ত সবকিছু শুনে কেমন ঘোলাটে লাগছে তো! তাহলে গোটা বিষয়টি খুলেই বলা যাক।

বেঙ্গালুরুর (Bengaluru) এক তথ্য প্রযুক্তি কর্মীর সঙ্গে বাম্বল নামে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে এক তরুণীর পরিচয় হয়। বেশ কিছুদিন ধরে চ্যাটিং করার পর দুজনে দেখা করবেন বলে স্থির করেন। এরপর ওই তথ্য প্রযুক্তি কর্মী এবং তাঁর সদ্য প্রেমিকা একটি কফি শপে বসেন এবং কথাবার্তা বলেন। বেশ কিছুক্ষণ পর ওই তরুণী মদ্য পান করবেন বলে জানান।

তাঁরা দুজনে একটি হোটেলের কথা যান। কিছুক্ষণ কথা বলার পর দরজায় টোকা পড়ে। দরজা খুললে, সেখানে হাজির হয় ৩, ৪ জন। তারা দাবি করে, ওই ঘরে মাদক লুকনো রয়েছে। এরপর ওই তরুণীর ব্যাগ খুঁজে একটি সাদা রঙের প্যাকেট বের করে তারা। মাদকের পার্টি চলছে বলে দাবি করে ওই অজ্ঞাত পরিয়ের লোকজন। যা শুনে সংশ্লিষ্ট তরুণী কান্নাকাটি শুরু করে। পাশের ঘরে চলে যায়।

এই করে বেশ কিছুক্ষণ পর অজ্ঞাত পরিচিত যুবকরা ১৫ লক্ষ টাকা দাবি করে। বেশ কিছুক্ষণ দর কষাকষির পর ২ লক্ষতে গিয়ে মীমাংসা হয়। এরপর ওই যুবক ২ লক্ষ টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান।

ওই ঘটনার বেশ কয়েকদিন পর সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি কর্মী পুলিশের দ্বারস্থ হন এবং গোটা ঘটনার কথা খুলে বলেন। তদন্ত করে পুলিশ জানেত পারে, গোটা ঘটনাই পরিকল্পিত। এমনকী ওই তরুণীও সংশ্লিষ্ট গ্যাংয়েরই সদস্য বলে পুলিশ জানতে পারে। তদন্ত চালিয়ে পুলিশ ওই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে।

বেঙ্গালুরুর পুলিশ আধিকারিক জানান, ওই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন এর আগেও এমন একটি ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ মেলে। পাশাপাশি যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে, তার বাড়ি উত্তরপ্রদেশে। একাধিক জান্স বারে তার কাজ করার খবর রয়েছে।

এমন ডেটিং অ্যাপে পরিচয় হওয়ার পর কতজনকে এভাবে ফাঁসানো হয়েছে, পুলিশ তার খোঁজ শুরু করেছে।