বেঙ্গালুরু, ২৪ সেপ্টেম্বর: মহালক্ষ্মী দাসকে (Mahalakshmi Das) খুনের পর তাঁর দেহ ৩০ টুকরো করে ফ্রিজে ভরে রাখা হয়। বেঙ্গালুরুর এই ঘটনা যখন প্রকাশ্যে আসে, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। কে বা কারা মহালক্ষ্মীর খুনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে জোর তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার বেঙ্গালুরু (Bengaluru) পুলিশ সূত্রে খবর, তাঁরা খুনির খোঁজ পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে সে বিষয়ে এখনই কিছু প্রকাশ করা হবে না। মহালক্ষ্মীর স্বামা হেমন্ত দাস (যিনি কর্মসূত্রে অন্যত্র থাকেন) দাবি করেন, এই খুনের সঙ্গে তাঁর স্ত্রীর প্রেমিক জড়িত। উত্তরাখণ্ডের (Uttarakhand) বাসিন্দা মহালক্ষ্মীর প্রেমিকই তাঁকে খুন করেছে বলে দাবি হেমন্তের।
প্রসঙ্গত, গত কয়েক মাস আগে হেমন্ত দাস তাঁর স্ত্রী মহালক্ষ্মীর বিরুদ্ধে বেঙ্গালুরুর এক থানায় অভিযোগ দায়ের করেন। বিবাহিত সত্ত্বেও মহালক্ষ্মীর সঙ্গে একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ দায়ের করেন হেমন্ত। ওই অভিযোগের পর মহালক্ষ্মীর প্রেমিক যাতে বেঙ্গালুরুতে পা না রাখেন, সে বিষয়ে পুলিশের তরফে সতর্ক করা হয়। তবে তিনি দূরে থাকেন। তাই মহালক্ষ্মীর প্রেমিক তাঁর কাছে যেত কি না, সে বিষয়ে হেমন্ত যথেষ্ট সন্দিহান বলে জানান পুলিশকে।
তবে খুনিকে চিহ্নিতকরণের পর তাকে গ্রেফতারির চেষ্টা সর্বক্রমে চালানো হচ্ছে বলে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে।