Police. Representational Image (Photo Credit: IANS)

বেঙ্গালুরু, ২৯ ডিসেম্বর: পুলের জল থেকে উদ্ধার হল এক কিশোরীর মৃতদেহ। বেঙ্গালুরুর (Bengaluru) একটি সোসাইটির সুইমিং পুল থেকে উদ্ধার করা হয় কিশোরীর মৃতেদহ। চতুর্থ শ্রেণির পড়ুয়ার দেহ কীভাবে সুইমিং পুল থেকে উদ্ধার হয়, তা নিয়ে ধোঁয়াশা ছড়াতে শুরু করেছে। প্রেসটিজ লেকসাইড হ্যাবিটেট কমপ্লেক্স নামে ওই সোসাইটিতে বসবাস করেন মৃত কিশোরীর পরিবার। ফলে মেয়ের মৃত্যুর খবর ছড়াতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়। বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ ওই ঘটনা ঘটে। সাড়ে সাতটার আশপাশের সময়ের মধ্যেই ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: Karnataka: চার বছর বন্ধ দরজা, বদ্ধ বাড়ি থেকে উদ্ধার পরিবারের ৫ সদস্যের কঙ্কাল, রোমহর্ষক ঘটনা

ওই ঘটনার পরপরই অভিযোগ দায়ের করা হয়। দুর্ঘটনার সময় ওই কিশোরীর সঙ্গে আরও বেশ কয়েকজন শিশুও খেলছিল। সুইমিং পুলে পড়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়েই কিশোরীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ওই ঘটনার পরপরই সোসাইটির ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বাসিন্দাদের তরফে।