ঘন কুয়াশায় দৃশ্যমান কিছুই ছিল না। ঘন কুয়াশায় যখন কিছুই দেখা যাচ্ছিল না, সেই সময় বেঙ্গালুরুর (Bengaluru) বিমানবন্দরে যাওয়ার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গালুরুর বিমানবন্দরে যাওয়ার রাস্তায় ঘন কুয়াশার জেরে পরপর ৮টি গাড় দুর্ঘটনার মুখে পড়ে। একের পর এক গাড়িগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খেতে শুরু করে। পরপর ৮টি গাড়ির সংঘর্ষ হলেও, তার জেরে বড়সড় কোনও হতাহতের খবর মেলেনি। সূত্রের খবর, মঙ্গলবার সকালের ওই ঘটনার জেরে যাঁরা আহত হন, তাঁদের সামান্য চোট লাগে। ফলে জখমরা প্রত্যেকে ভাল আছেন বলে খবর। অন্যদিকে বেঙ্গালুরুর বিমানবন্দরের রাস্তায় ৮টি গাড়ির সংঘর্ষের ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Karnataka Shocker: জোর করে গর্ভপাত, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে অভিযোগ তরুণীর
দেখুন সেই ভিডিয়ো...
Just-in: A serial collision involving multiple cars was reported near Doddajala on Bengaluru airport Road on Monday.
Details awaited. pic.twitter.com/KXZtyGCU5A
— ChristinMathewPhilip (@ChristinMP_) December 18, 2023