নয়াদিল্লিঃ ছেলেবেলা (Childhood) থেকে বন্ধুত্ব(Friendship)। প্রায় ৩০ বছর ধরে অটুট ছিল সেই বন্ধুত্ব। সেই বন্ধুত্বের পরিণতি যে এমন ভয়ানক হবে তা আগে বুঝে উঠতে পারেননি বেঙ্গালুরুর (Bengaluru) যুবক। ছেলেবেলার সেই বন্ধুর হাতেই খুন যুবক। শুধু তাই নয়, খুনের নেপথ্যে রয়েছেন স্ত্রীও(Husband)। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিজয় কুমার। বয়স ৩৯। অভিযুক্তের নাম ধনঞ্জয়। বেঙ্গালুরুর মাগাদি এলাকার বাসিন্দা তাঁরা। বছর দশেক আগে আশা নামে এক তরুণীকে বিয়ে করেন বিজয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে মাগাদি ছেড়ে কামাক্ষীপাল্যতে চলে আসেন তিনি। বিজয়ের রিয়াল এস্টেটের ব্যবসা ছিল। দূরত্ব বাড়লেও বিজয় ও ধনঞ্জয়ের বন্ধুত্বে ছেদ পড়েনি। তবে সম্প্রতি তাঁদের বন্ধুত্বে টানাপড়েন শুরু হয়। বিজয় জানতে পারেন ছেলেবেলার বন্ধু ধনঞ্জয়ের প্রেমে মগ্ন তাঁর স্ত্রী।
বন্ধুর সঙ্গে প্রেম স্ত্রীর, জেনে ফেলতেই খুন যুবক
এমনকী স্ত্রীকে ধনঞ্জয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তিনি। সন্তানের মুখের দিকে চেয়ে সংসার বাঁচাতে সব মেনে নেন বিজয়। ঠিকানা পরিবর্তন করে কাদাবাগেরের মাচোহল্লিতে একটি ভাড়া বাড়িতে ওঠেন। কিন্তু তাতেও ছেদ পড়েনি বিবাহ বহির্ভূত সম্পর্কে। প্রেমিক-প্রেমিকার পথের কাঁটা হয়ে ওঠেন বিজয়। এরপরই তাঁকে খুনের পরিকল্পনা করে ফেলে ওই যুগল। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় বিজয়ের দেহ। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আশাকে আটক করে পুলিশ। অন্যদিকে ঘটনার দিন থেকে পলাতক ধনঞ্জয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ছেলেবেলার বন্ধুর প্রেমে মগ্ন স্ত্রী, গোপন তথ্য ফাঁস হতেই খুন হতে হল যুবককে
Bengaluru man's 30-year friendship ends in murder after wife's affair. Read herehttps://t.co/bIvL1v4Mk7
— Im_Bhupesh (@im_indian2101) August 12, 2025