বেঙ্গালুরু, ২১ ফেব্রুয়ারি: যানজট কমাতে এবার এআই-এর ব্যবহার। বেঙ্গালুরুর (Bengaluru) ট্রাফিক পুলিশের প্রধানের নয়া সিদ্ধান্ত ইতিমধ্যেই সকলকে চমকে দিয়েছে। জানা যাচ্ছে, সদ্য বেঙ্গালুরু যুগ্ম কমিশনার(ট্রাফিক) পদে নিয়োগ হয়েছেন এমএন অনুছেথ (Bengaluru)। আর যোগ দেওয়ার পরেই তাঁর প্রধান লক্ষ্য শহরের যানজটের সমস্যা কমাতে হবে। আর সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন শহরের বিভিন্ন প্রান্তের ট্রাফিক ব্যবস্থায় কৃত্তিম বুদ্ধিমত্তার (AI) প্রয়োগ করা হবে।
অনুছেথ কর্মজীবনের প্রথমদিকে একজন চিপ ইঞ্জিনিয়ার ছিলেন। সেখান থেকে একজন আইপিএস অফিসার হন। ২০০৯-এর আইপিএস অফিসারের ব্যাচের সদস্য অনুছেথের প্রথম থেকেই বেঙ্গালুরুর ট্রাফিক ব্যবস্থা নিয়ে কিছু করার পরিকল্পনা ছিল। অনুছেথের নেতৃত্বে ইতিমধ্যেই বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ প্রযুক্তিগত পরিবর্তন আনা চেষ্টা শুরু করেছে। ৩৩টি প্রধান টেক পার্ক এবং বিভিন্ন এগ্রিগেটরদের ডেটা ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করছেন অনুছেথ।
এছাড়া বেঙ্গালুরু ৫০ থেকে ৫০০টি জংশনে এআই ক্যামেরা লাগানোর কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি আগামীদিনে সিগন্যাল ব্যবস্থায় আমুল পরিবর্তন আনতে চলেছে স্থানীয় প্রশাসন। যার ফলে যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন অনুছেথ। আগামী কয়েকমাসের মধ্যে ৫০ শতাংশ সিগন্যাল ব্যবস্থাকে আপগ্রেড করা হবে বলে জানা গিয়েছে। এখন দেখার এই পরিবর্তনের ফলে বেঙ্গালুরুর ট্রাফিক ব্যবস্থার কোনও পরিবর্তন হয় কিনা।