বেঙ্গালুরু, ৮ অক্টোবরঃ কেক (Cake) খেয়ে মৃত্যুর মুখে ঢোলে পড়ল বছর পাঁচের এক শিশু। ওই কেক খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তার বাবা-মা। আইসিইউ-তে (ICU) চলছে চিকিৎসা। ঘটনাটি হয়েছে বেঙ্গালুরুর (Bengaluru) ভুবনেশ্বরী নগরে। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম ধীরজ। তার বাবা বলরাজ, পেশায় একজন সুইগি ডেলিভরি বয়। রবিবার এক ক্রেতা কেকের অর্ডার বাতিল করে দেওয়ার সেই কেক নিয়ে বাড়ি আসেন বলরাজ। রাতে সপরিবারে কেক খান তাঁরা। সোমবার সকাল হতেই অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয় তিনজনের। বাবা-মা রয়েছেন আইসিইউ-তে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
শিশুর রহস্যজনক মৃত্যু এবং বাবা-মায়ের অসুস্থ হওয়ার কারণ তদন্তে নেমে পুলিশের অনুমান, খাদ্য বিষক্রিয়ার (Food Poisoning) জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তকারীরা আত্মহত্যার চেষ্টার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। ক্রেতার বাতিল করা কেকটি খাওয়া পরিবারের আত্মহত্যার চেষ্টার অংশ কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্ত করছে কে পি আগ্রাহারা থানার পুলিশ। কেকের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরও কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। যা ফরেন্সিক পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে তদন্ত গতি পাবে বলে মনে করছে পুলিশ।