কলকাতাঃ পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হল বাঁকুড়া। বর্তমানে এই আসনটি বিজেপির (BJP)দখলে। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। যার মধ্যে রয়েছে রানিবাঁধ, রায়পুর,বাঁকুড়া,শালতোড়া,তালডাংরা,বাঁকুড়া ও ছাতনা। এর মধ্যে চারটি বিধানসভা বিজেপির দখলে। বাকি তিন বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে। এই কেন্দ্রের ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) ২৫ শে মে। এ বার বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন অরূপ চক্রবর্তী। অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন গতবারের বিজয়ী সুভাষ সরকার।
২০১৪ সালে বাম দুর্গের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ৪ লক্ষ ৮৩ হাজার ভোট পেয়ে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেন। ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে সরিয়ে মসনদে বসেন মুনমুন। তবে খুব বেশিদিন ক্ষমতা কায়েম করতে পারেনি রাজ্যের শাসক দল। ২০১৯ সালেই ফের পালা বদল। বাঁকুড়ায় গেরুয়া ঝড় তোলেন ডঃ সুভাষ সরকার। ৬ লক্ষ ৭৫ হাজার ৩১৯ ভোটে জিতেছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৯৮৬ টি ভোট। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের অমিয় পাত্র। তিনি পান ১ লক্ষ ২৮২ টি ভোট। চব্বিশের লোকসভা নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও চাইছে ক্ষমতা ধরে রাখতে। এ বার কে জেতে শেষ পর্যন্ত তা দেখার আশায় গোটা দেশ।