ফাইল ফটো (Photo Credit: ANI/Twitter)

উত্তর প্রদেশের বৃন্দাবনে চাঞ্চল্যকর ঘটনা। বৃন্দাবনের ঠাকুর বাঁকে বিহারী মহারাজ মন্দিরের প্রণামী বাক্সের টাকা গোণার সময় চুরি। অভিনব সাক্সেনা নামের মথুরার ডাম্পেয়ার নগর শাখার ব্যাঙ্ক কর্মী পুলিশি জেরায় স্বীকার করে নেন, গত তিনদিন ধরে সেই মন্দিরের টাকা গণনা করার সময় তিন মোট ৯ লক্ষ টাকা চুরি করেন। পুলিশ জানায় ৯ লক্ষ টাকা সেই ব্যাঙ্ক কর্মীর কাছ থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর সেই কর্মীকে বহিষ্কার করে ব্য়াঙ্ক কর্তৃপক্ষ। ২০২০ সাল থেকে সেই ব্যক্তি ব্যাঙ্কের মথুরা শাখায় কাজ করছিলেন।

টাকা চুরি করে নিজের গেঞ্জি ও জাঙ্গিয়ায় লুকিয়ে রাখছিলেন

অর্থ তছরুপের দায়ে সেই ব্যাঙ্ক কর্মীর নামে এফআইআর দায়েরের পর গ্রেফতার করা হয়েছে। সেই মন্দিরে মোট ১৬টি দানপত্র আছে। মাসে একবার বা দুবার সেইসব দানপত্রের তালা খুলে টাকা গণনা করে ব্যাঙ্কে জমা করা হয়। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্য়াঙ্ককে চিঠি লিখে জানায়, দানপত্রের টাকা গুণে তাদের কর্মীরাই জানো তাদের শাখায় জমা করে দেয়। সেইমত ব্য়াঙ্ক তাদের দুই কর্মীকে মন্দিরের দানপত্রের টাকা গণনা করতে পাঠায়।

দেখুন ভিডিয়ো

 

সিসি ক্যামেরায় ধরা পড়ে যান

সিসি টিভি ক্যামেরার ভিডিয়ো-তে দেখা যায় এক ব্যাঙ্ক কর্মী গণনার মাঠে বেশ কিছু টাকা তার ব্যাগে রাখছেন।