ছবিটি প্রতীকী (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৭ নভেম্বর: উৎসবের মরশুম প্রায় শেষ হতে চলছে। যদিও আগামী ডিসেম্বর মাসেও বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক (Bank Holidays)। শনি ও রবিবার সহ বড়দিন মিলিয়ে বেশ ককেকদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। নভেম্বর মাসে ৪টি রবিবার এবং ২টি শনিবার এমনিতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশের বিভিন্ন রাজ্যে উৎসব চলছে। তাই ডিসেম্বর মাসে কয়েকটি অতিরিক্ত ছুটি হবে বলে আশা করা হচ্ছে।

৬, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর দিনগুলি রবিবার ৷ তাই ওই দিনগুলিতে ব্যাঙ্কের এমনিতেই ছুটি ৷ পাশাপাশি দ্বিতীয় শনিবার পড়েছে ১২ ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬ ডিসেম্বর , অর্থাৎ ক্রিসমাসের (Christmas Day) ঠিক পরের দিনই ৷ এছাড়া ২৭ তারিখ রবিবার পড়ায় পরপর তিন দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। গ্রাহকদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা ছুটিতে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে, এটি অবশ্যই লক্ষণীয় যে ব্যাঙ্কের ছুটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয় এবং সমস্ত ব্যাঙ্কিং সংস্থাগুলি এটি পালন করে না। গ্রাহকদের ব্যাঙ্কের ছুটি অনুসারে তাদের কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও পড়ুন: Two Soldier Killed in Ceasefire Violation by Pakistan: রাজৌরিতে পাকিস্তানের গুলিতে শহিদ ২ জওয়ান

কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক:

  • ৬ ডিসেম্বর-রবিবার
  • ১২ ডিসেম্বর-শনিবার
  • ১৩ ডিসেম্বর-রবিবার
  • ২০ ডিসেম্বর-রবিবার
  • ২৫ ডিসেম্বর-ক্রিসমাস ডে
  • ২৬ ডিসেম্বর- শনিবার
  • ২৭ ডিসেম্বর-রবিবার