Representative Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পরীক্ষায় (Examination) একটি বিষয়ে ফেল (Fail) বাবা-মায়ের বকুনির ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিল ১২ বছরের মেয়ে কিন্তু এরপর যে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেনি সেই মেয়ে বাড়ি ছাড়ার পরবর্তী তিনমাসের মধ্যে ২০০ জন পুরুষের লালসার শিকার সে ২৬ জুলাই মহারাষ্ট্রের পালঘর জেলার নাইগাঁওয়ের একটি মধুচক্র থেকে উদ্ধার করা হয় ১২ বছরের ওই নাবালিকাকে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে, গত ২৬ জুলাই মানব পাচার বিরোধী শাখার সঙ্গে মিলে দেহ ব্যবসা চক্রের ঘাঁটিতে অভিযান চালায় পুলিশ এই অভিযানেই উদ্ধার করা হয় ওই নাবালিকাকে

বাড়ি থেকে পালিয়ে চরম অত্যাচারের শিকার নাবালিকা

প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় রিমান্ড হোমে সেখানেই ওই নাবালিকা জানায়, গুজরাটে নদিয়াদে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে মাসে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করেছে পুলিশকে সে জানায়, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাবা-মায়ের বকুনির ভয়ে বাড়ি ছেড়েছিল সে সীমান্ত পেরিয়ে কোনওরকমে ভারতে ঢুকে পড়ে সে সীমান্ত পাড় করতে তাকে সাহায্য করে এক ব্যক্তি সেই পরে তাকে দেহ ব্যবসার দিকে ঠেলে দেয় নাবালিকার জাল আধার কার্ডও তৈরি করে দিয়েছিল ওই ব্যক্তি এরপর কলকাতা, মুম্বই একাধিক জায়গায় তাকে বন্দি করে রেখে দেহব্যবসা করানো হত বলে অভিযোগ শরীরে ইনজেকশন ফুটিয়ে তাকে অচৈতন্য করে দেওয়া হত ফলে বাধা দেওয়ার @ থাকত না সে এভাবেই তার উপর নির্যাতন চলে মাসের পর মাস

৩ মাসে ২০০ পুরুষের লালসার শিকার নাবালিকা