তসলিমা নাসরিন (ছবিঃX)

নয়াদিল্লিঃ নিজের দেশ বাংলাদেশ(Bangladesh) থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই ঠিকানা হয়েছে বিখ্যাত লেখিকা(Author) তসলিমা নাসরিনের(Taslima Nasreen)। এ বার ভারতে বসবাসের পারমিট রিনিউর আবেদন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) দরবারে বাংলাদেশি লেখিকা। নিজের এক্স(X) হ্যান্ডেলে, ভারতে থেকে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি। ১৯৯৪ সালে তসলিমা নাসরিনের লেখা একটি বই নিয়ে উত্তাল হয়েছিল ওপার বাংলা। ফতোয়া জারি করে দেশছাড়া করা হয় তাঁকে। সুইডিশ নাগরিকত্ব থাকলেও ২০১১ সাল থেকে ভারতেই রয়েছেন তসলিমা। শুরুতে দীর্ঘদিন কলকাতায় ছিলেন তিনি। কলকাতার পর রাজস্থা্নের জয়পুর। বর্তমানে লং টার্ম রেসিডেন্সি পারমিটে দিল্লিতে বসবাস করেন তিনি। সেই পারমিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে চলতি বছরের জুলাই মাসে। তাই এবার পারমিট রিনিউ করার আবেদন নিয়ে সোশ্যাল মিডিয়া এক্সে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তিনি লিখছেন, "অমিত শাহজি নমস্কার। আমার ভারতে থাকার অন্যতম কারণ হল আমি এই দেশটিকে ভালবাসি। বিগত ২০ বছর ধরে এটাই আমার ঠিকানা, আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু ২২ জুলাইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রক আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়াচ্ছে না। যদি আমায় এই দেশে থাকতে দেন তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব।"

 'এটা আমার দ্বিতীয় বাড়ি' ভারতে থাকতে চেয়ে অমিত শাহকে চিঠি তসলিমার