ISI Team In Bangladesh (Photo Credit: X)

দিল্লি, ২৫ জানুয়ারি: বাংলাদেশে (Bangladesh)  আইএসআই (ISI) প্রধানের কী কাজ, সে বিষয়ে নজর রাখছে দিল্লি (Delhi)। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের (Pakistan) সখ্যতা কোন পর্যায়ে পৌঁছেছে, সে বিষয়ে দিল্লির নজরদারি সব সময় রয়েছে। সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই প্রধান বাংলাদেশ সফরে যেতেই ঢাকার গতিবিধির উপর  নজর রাখা হয়েছে। আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের জেরে ভারতের নিরাপত্তায় যাতে কোনও ধরনের ঘাটতি না হয়, সে বিষয়ে দিল্লি সজাগ। এ বিষয়ে সরকারের তরফে সমস্ত ধরনের উপযুক্ত পদক্ষেপ করা হবে। এমনই জানানো হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফে।

 আরও পড়ুন: Bangladesh: একাত্তরের রক্তক্ষয়ী সংগ্রাম ভুলে গেল বাংলাদেশ? ঢাকায় হাজির পাকিস্তানের আইএসআই প্রধান

শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন। হাসিনা বাংলাদেশ ছাড়তেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের যে সখ্যতা বাড়ছে, সেদিকে দিল্লি সব সময় নজর রাখছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। প্রসঙ্গত দুবাই ভায়া হয়ে বাংলাদেশে যায় আইএসআইয়ের এক প্রতিনিধি দল। যার নেতৃত্বে ছিলেন আইএসআই প্রধান। বাংলাদেশ এবং পাকিস্তান এবার থেকে নিজেদের মধ্যে নিরাপত্তা বিষয়ক আদানপ্রদান করবে বলে জানানো হয়।