Banarasi Paan (Photo Credit: (IANS)

বারাণসীর বিখ্যাত বেনারসি পান (Banarasi Paan ) পেল GI ট্যাগ। জিওগ্রাফিকাল ইন্ডিকেশন ট্যাগ অর্থাৎ জিআই ট্যাগের মাধ্যমে যে কোনও জিনিসের তার নিজস্ব সত্ত্বা প্রকাশ পায়। বিখ্যাত বেনারসি পানের ক্ষেত্রেও এবার সেই জিআই ট্যাগ বর্তমান তার নিজস্ব সত্ত্বার জন্য। বারাণসীর এই পান যেভাবে তৈরি করা হয়, যে সমস্ত বিশেষত্ব তার রয়েছে, তার জেরেই জিআই ট্যাগ পেল।