রামদাস আঠাওয়ালে(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৮ জুন: লাদাখের গালওয়ান উপত্যকায় (Galwan Valley) ভারত-চিন সেনার সংঘর্ষে (India-China Face-Off) শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে। এবার ডাক উঠল চাইনিজ খাবার (Chinese food) বর্জনের। আর সেই দাবি জানলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে ( Union minister Ramdas Athawale)। শুধু তাই নয়, চাইনিজ খাবারের দোকান ও রেস্তরাঁ ব্যান করার দাবিও জানিয়েছেন তিনি। সংবাদসংস্থা ANI-কে রামদাস আটওয়ালে বলেন, "চিনা খাবার বিক্রি করা রেস্তরাঁগুলিকে নিষিদ্ধ করা উচিত। আমি চাইনিজ খাবার বর্জন করার আহ্বান জানাচ্ছি।"

এদিকে লাদাখ সীমান্তে ভারত ও চিন বিবাদের জেরে ব্যবসায়িক সংগঠন The Confederation of All India Traders দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে। CAIT ৫০০টি চিনা পণ্যের একটি তালিকাা তৈরি করেছে। তাদের সাফ কথা চিনকে হামলার জবাব দিতে হবে৷ সংস্থার দাবি, চিন যখনই সুযোগ পাচ্ছে তখনই নিজের রূপ দেখায়, এটা ভারতের জন্য একেবারেই সঠিক নয় ৷ দেশের হিতের কথা মাথায় রেখেই ভারত থেকে চিনা সামগ্রী হটাও অভিযানে নামছে এই সংস্থা ৷ আরও পড়ুন: India-China Face-Off: মোদির হুঁশিয়ারির পরই ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শংকরকে ফোন চিনের বিদেশ মন্ত্রীর

অন্যদিকে সূত্রের খবর, টেলিকম বিভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেডকে (BSNL) ফোর জি উন্নয়নে চিনা টেলিকম পণ্য ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।