বারাণসী, ১৮জুন, ২০১৯: এবার বিপুল ভোটে বারাণসী (Varanasi) থেকে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) । শপথ গ্রহণের আগে তাই বারাণসীর বিশ্বনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন তিনি। ধন্যবাদ জানিয়েছিলেন সেখানকার বাসিন্দাদের। সেদিনই জানিয়েছিলেন বারাণসীর উন্নয়নে বিশেষ নজর দেবেন তিনি। সেই মতো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে(Yogi Adityanath) নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশ মেনেই হয়তো বারাণসীর বিশ্বনাথ মন্দিরের ২৫০ মিটারের মধ্যে মদ এবং আমিষ খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুধু বিশ্বনাথ মন্দির নয় বারাণসীর কোনও মন্দিরের ২৫০ মিটারের মধ্যেই এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।এছাড়া বৃন্দাবন, অযোধ্যা, চিত্রকূট, দেওবন্ধ, মথুরা, এলাবাহাদের সঙ্গমেও এই নির্দেশ জারি করা হয়েছে। এমনকী দেওয়া শরিফের চারপাশেও এই নির্দেশ বহাল থাকবে। আরও পড়ুন, কাটল জট, কাটল জট, ধর্মঘট ছেড়ে রাতেই কাজে ফিরছেন এনআরএসের জুনিয়র ডাক্তাররা
দুদিন আগেই বারাণসী পুরসভায এই বিল পাস করা হয়েছ। পুরসভার চেয়ারপার্সন মেয়র মৃদুলা জয়সোয়াল জানিয়েছেন, এই একই নিযম হরিদ্বারেও বহাল করার কথা ভাবা হচ্ছে। বারাণসীকে ঢেলে সাজতে এরকম একাধিক পদক্ষেপ করার কথা ভাবছে রাজ্য প্রশাসন।