নয়াদিল্লি: ওড়িশার (Odhisa) বালাসোরে (Balasore) বাহানাগা বাজার রেল স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার (Balasore train accident) কবলে পড়েছিল শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন। এর ফলে মৃত্যু হয়েছিল কয়েকশো মানুষের। ভয়ানক সেই ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও ভুলতে পারেননি অনেকে। এখনও কিছু মানুষের দেহ শনাক্ত না হওয়ার দরুণ সেগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি।
এর মাঝেই অজানা মাধ্যম (anonymous sources) থেকে দক্ষিণ-মধ্য রেলওয়ে (South Central Railway) কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছল একটি হুমকি চিঠি (Warning letter) । যাতে লেখা রয়েছে, আগামী সপ্তাহে বালাসোরের মতো ট্রেন দুর্ঘটনা ঘটবে দিল্লি-হায়দরাবাদ রুটে (Delhi-Hyderabad route)। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এই চিঠিটি আসা মাত্রই তারা সেটি পুলিশকে তুলে দিয়েছে। যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে (investigating) বলে জানিয়েছেন দক্ষিণ-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) রাকেশ। আরও পড়ুন: Ruckus In Tripura Assembly: অধিবেশন চলাকালীন বিজেপি ও তিপ্রামোথা বিধায়কদের মধ্যে তুমুল গণ্ডগোল, দেখুন ত্রিপুরা বিধানসভার ভিডিয়ো
Telangana | South Central Railway received a letter from anonymous sources in which it was stated that a Balasore-like train tragedy will happen next week on the Delhi-Hyderabad route. The letter has been given to the police and they are investigating the matter: Rakesh, CPRO,…
— ANI (@ANI) July 7, 2023