One-horned rhinoceros seen chasing tourist Photo Credit: Twitter@ANI

বক্সা, আসাম: অসমের মানস ন্যাশনাল পার্কএই উদ্যানে বাস করে  বিরল ও বিপন্ন প্রজাতির বণ্যপ্রাণীরা। এই অভয়ারণ্যেই দেখা মেলে বিরল একশৃঙ্গ গণ্ডারের, যাকে দ্য় গ্রেট ইন্ডিয়ান রাইনো বলা হয়। এই প্রজাতির গণ্ডার অত্য়ন্ত বিরল ও দুর্লভ প্রজাতির। ভারতীয় উপমহাদেশেতেই এই বিলুপ্তপ্রায় গণ্ডার দেখা যায়। আদতে শান্ত হলেও তারা যদি কোন কারণে রেগে যায় বা ক্ষেপে যায় তাহলে তা ভয়ংকর হয়ে উঠতে পারে। সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।

মানস ন্যাশনাল পার্কে এক শৃঙ্গ গন্ডার হঠাৎই তাড়া করে পর্যটকদের একটি গাড়িকে। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি চম্পট দেয় পর্যটক বোঝাই সেই গাড়ি।   ভাইরাল হওয়া ভিডিওটি নিশ্চিত করেছে বন দফতর। মানস ন্যাশনাল পার্কের ফরেস্ট রেঞ্জ অফিসার বাবুল ব্রহ্ম বলেন, "ঘটনাটি ২৯ ডিসেম্বর ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"

দেখুন সেই ভিডিও-