জাতীয় পতাকার অবমাননা নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে ভারতের। ঢাকার একটি কলেজের সামনে ভারতীয় পতাকার এই অপমান সহ্য করেনি কোনও ভারতীয়ই। তারপর থেকে বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছে ভারত। বিশেষ করে কলকাতাতে এই নিয়ে প্রতিবাদ অব্যাহত। এবার এই পতাকা অবমাননা নিয়ে পাল্টা দিল বজরং দল। গুজরাটের আহমেদাবাদের ঘাটলোধিয়া এলাকার প্রভাত চকে এই নিয়ে হল প্রতিবাদ। বাংলাদেশের পতাকাকে কার্যত পদদলিত করে পুড়িয়ে প্রতিবাদ দেখালেন বজরং দলের (Bajrang Dal) কর্মী সমর্থকরা। আর সেই সঙ্গে ছিল জয় শ্রী রামের স্লোগান।
প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অশান্ত বাংলাদেশ। একদিকে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে। অন্যদিকে ইসকন মন্দিরের সন্ন্যাসীদের গ্রেফতার করা হচ্ছে। এরমধ্যে ভারতবিরোধী সুর চড়েছে পড়শি দেশে। এই অবস্থায় এদেশের পতাকাকে অপমান, কলকাতায় হামলা চালানোর মতো হুশিয়ারিও দিচ্ছে বাংলাদেশ। আর সেই নিয়ে কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রান্তে পাল্টা প্রতিবাদও হচ্ছে।
Gujarat: Bajrang Dal workers burnt effigies and raised slogans at Prabhat Chowk in the Ghatlodia area of Ahmedabad today, protesting against the atrocities being committed on Hindus in Bangladesh pic.twitter.com/yYX7JyyKpc
— IANS (@ians_india) December 11, 2024