গুয়াহাটি, ৬ ডিসেম্বর: খ্রিস্টানদের যে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চার্চে উপস্থিত হলে তাঁকে 'প্রহার' করা হবে, হিন্দুদের হুমকি অসমের (Assam) কাছার জেলার বজরং দলের সদস্যের। বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের জেলা শাখার সাধারণ সম্পাদক মিঠু নাথ বজরং দলের (Bajrang Dal) একটি অনুষ্ঠানে বক্তৃতা রেখে এই হুমকিই দেন।
মিঠু নাথের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ওঠে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ। ক্ষুব্ধ হয়ে পড়েন নেটিজেনরা। তাঁর দাবি, খ্রিস্টধর্মে সংখ্যাগরিষ্ঠ রাজ্য মেঘালয়ের শিলং-এ অবস্থিত বিবেকানন্দ সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। হিন্দুদের বড়দিন কিংবা অন্য যেকোনও উৎসব পালন বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন, তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় মুকুল রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ সিআইডি-র
তাঁর দাবি,"হিন্দুরা যেখানে প্রার্থনা করে তা বন্ধ করে দেওয়ার পরও খ্রিস্টানদের কোনও অনুষ্ঠানে যোগদান করলে তা সহ্য করা হবে না। এই বড়দিনে কোনও হিন্দু গির্জায় যাবে না"। পাশাপাশি এও জানান, আমি একথা বলার পরই আগামিকাল এটিই খবরের হেডলাইন হয়ে যাবে। কিন্তু তাতে কিছু যায় আসেনা। মন্দিরে তালা লাগালে হিন্দুরা চার্চে গেলে তা সহ্য করা হবে না।"