Pak Spy Jyoti Malhotra (Photo Credit: X)

গতমাসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছিল জনপ্রিয় ট্রাভেল ভ্লগাল জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra Case)। গ্রেফতারির পর থেকে জামিনের জন্য একাধিকবার আবেদন করেছেন তাঁর আইনজীবী। কিন্তু প্রতিবারই তাঁর সেই আবেদন খারিজ করছে আদালত। সম্প্রতি ফের আইনজীবী কুমার মুকেশ আবেদন করেছিলেন। বুধবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু এদিনও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। সরকার পক্ষের আইনজীবীর দাবি জ্যোতি এই মা্মলায় গুরুত্বপূর্ণ এক অভিযুক্ত। ফলে এখনই তাঁকে জামিন দিলে এই মামলার তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে অভিযুক্ত। আদালত এই যুক্তিকেই প্রাধান্য দিয়ে জামিনের আবেদন খারিজ করে দেয়।

জ্যোতির আবেদন খারিজ করল আদালত

এদিকে জ্যোতির আইনজীবীর বক্তব্য ছিল, পুলিশের দাখিল করা নথিপত্র বা প্রমাণ কোনও কিছু পর্যাপ্ত নয়, তাঁকে অভিযুক্ত হিসেবে প্রমাণ করানোর। সেই কারণে ভিত্তিহীনভাবে তাঁকে আটকে রাখার কোনও কারণ নেই। তাই তাঁকে অবিলম্বে জামিন দেওয়া উচিত। কিন্তু আদালত জ্যোতির আইনজীবীর যুক্তিতে সন্তুষ্ট ছিল না। সেই কারণে আপাতত জ্যোতির জামিন হল না।

জ্যোতি মালহোত্রার গ্রেফতারি

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ১৬ মে হিসার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। ট্রাভেল ভ্লগিংয়ের আড়ালে বিগত কয়েক বছরে ৩-৪ বার পাকিস্তান সফরে গিয়েছিল সে। সেখানে আইএসআই এজেন্ট, পাক সেনা আধিকারিকদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল জ্যোতির। এমনকী ভারতের একাধিক গোপন তথ্য শত্রুপক্ষকে পাচার করার অভিযোগও রয়েছে জ্যোতির বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্ত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।